মুম্বই: স্কুলে পড়তেন যখন, তখন থেকে তাঁর ক্রাশ ছিল বাগী ৩-তে তাঁর সহ অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ওপর। কিন্তু তা জানানোর সাহস হয়নি। কাউকে সে কথা জানাননি, শ্রদ্ধাকেও নয়। জানালেন টাইগার শ্রফ।

বাগী ৩-র প্রমোশনে এক সাক্ষাৎকারে টাইগার এ কথা জানিয়েছেন। সেখানে ছিলেন শ্রদ্ধাও। টাইগারের কথা শুনে তিনি আকাশ থেকে পড়েন, বলেন, এ ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না, জানলে কিছু করতাম নিশ্চয়। টাইগারকে প্রশ্ন করা হয়, মনের কথা শ্রদ্ধাকে বলেননি কেন? জবাবে তিনি বলেছেন, তখন ওকে খুব ভয় পেতাম। আসলে তখন তো ‘বাগী’ ছিলাম না!


টাইগার আর শ্রদ্ধাকে প্রথমবার এক সঙ্গে দেখা যায় অ্যাকশন ড্রামা বাগী-তে। এবার ছবির তৃতীয় কিস্তিতেও অভিনয় করছেন তাঁরা। তাঁরা ছাড়াও এতে রয়েছেন রীতেশ দেশমুখ। ৬ তারিখ মুক্তি পাবে ছবিটি।