মুম্বই: পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনের পার্টিতে যাওয়ার সময় পরশু রাতে বরুণ ধবনের গাড়ি চলে যায় এক আলোকচিত্রীর পায়ের ওপর দিয়ে। হইচই পড়ে গেলেও বিষয়টি ভালই সামাল দিয়েছেন বরুণ। গাড়ি থেকে নেমে ওই আলোকচিত্রীর কাছে গিয়ে দেখেন, তাঁর চোট কতটা গুরুতর। পরে বরুণ প্রশ্ন করেন, তিনি তো ছবি তুলতে দিতে কখনও আপত্তি করেননি, তাহলে তাঁর গাড়ি ঘিরে এত ভিড়ভাট্টা কেন। পরশু রাতে শশাঙ্ক খৈতান তাঁর জন্মদিনের পার্টি দিয়েছিলেন। বরুণ যাচ্ছিলেন বান্ধবী নাতাশা দালাল ও আর এক মহিলার সঙ্গে। শশাঙ্কের বাড়ি ঢোকার সময় তাঁর গাড়ি ঘিরে শুরু হয় আলোকচিত্রীদের হুড়োহুড়ি। তখন গাড়িটি উঠে পড়ে একজনের পায়ের ওপর। ভিডিওয় শোনা যাচ্ছে, একজন চেঁচিয়ে বলছেন, আমার পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে। প্রথমে ঠিক বুঝতে না পারলেও তারপর বরুণ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন, দেখেন, আহত আলোকচিত্রী ঠিক আছেন কিনা। পরে প্রশ্ন করেন, কবে তোমাদের ছবি তুলতে দিইনি যে তোমরা এমন কর? আমি তো আসছিলামই তোমাদের কাছে। এত হইচই করছিলে কেন? আমি রোজই তো দিই ছবি তুলতে। ছবি তোলার জন্য দাঁড়িয়েও বরুণ আলোকচিত্রীদের বলেন, আহতর দিকে একটু নজর দিতে। যখন তাঁরা বলেন, তাঁর চোট তেমন গুরুতর নয়, তখনই ভেতরে যান তিনি। এ মাসের শুরুতে বরুণ শেষ করেছেন কুলি নাম্বার ১-এর শ্যুটিং। ছবিতে তাঁর নায়িকা সারা আলি খান। ১ মে মুক্তি পাবে ছবিটি।