নয়াদিল্লি: এক সদস্য কাশ্মীর-সমালোচক হওয়ায় মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাতিল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, মার্কিন কংগ্রেসের ইন্ডিয়ান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা ছিল ভারতীয় বিদেশমন্ত্রীর। কিন্তু, মার্কিন প্রতিনিধিদলে ছিলেন প্রমীলা জয়পাল-- যিনি গত অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলার পন্থা নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করে আসছেন। চেন্নাইতে জন্মানো জয়পাল মার্কিন ডেমোক্র্যাট সাংসদ।
ভারতের থেকে দাবি করা হয়েছিল, প্রমীলাকে প্রতিনিধিদল থেকে বাদ দিতে হবে। কিন্তু, মার্কিন আধিকারিকরা সেই দাবি না মানায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয় বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে ‘টু প্লাস টু’ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ছিলেন জয়শঙ্কর। সেখানেই, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি চেয়ারম্যান তথা রিপাবলিকান সাংসদ এলিয়ট এঞ্জেল এবং প্রমীলা সহ কমিটির সব সদস্যের সঙ্গে বৈঠক করার কথা ছিল জয়শঙ্করের।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, পূর্বশর্ত হিসেবে ভারত জানায় যে প্রমীলাকে প্রতিনিধিদল থেকে বাদ দিলে তবেই বৈঠক হবে। ভারতের সেই দাবি এঞ্জেল খারিজ করে দেওয়ায় ভারত বৈঠক বাতিল করে। জয়শঙ্কর জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনুযায়ী ভারত সরকার যা পদক্ষেপ নিয়েছে, সেটা কি ঠিক নয়? ওনার (প্রমীলা) সঙ্গে আমার দেখা করার কোনও ইচ্ছে নেই। উল্টোদিকে, পরিস্থিতির গুরুত্ব একটা আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু তা না হয়ে, প্রতিনিধিদলে কে আছে আর কে নেই-- সেই নিয়ে কথা হল!
প্রায় ২ সপ্তাহ আগে, জম্মু ও কাশ্মীরে যত দ্রুত সম্ভব যোগাযোগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল বাসিন্দাদের ধর্মীয় স্বাধীনতা অটূট রাখতে ভারতকে অনুরোধ করার দাবি নিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পেশ করেছিলেন জয়পাল। ওই প্রস্তাবের ফলে, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের একাংশ ক্ষুব্ধ হন। জয়পালের কাছে প্রায় ২৫ হাজার চিঠি পাঠানো হয়, এই আর্জি করে যাতে তিনি এই প্রস্তাব প্রত্যাহার করেন। ওই প্রস্তাবে কোনও আইনি বাধ্যবাধকতা না থাকলেও, মার্কিন-ভারতীয় সম্প্রদায়ের দাবি, এর ফলে মোদি সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে।
দলে কাশ্মীর-সমালোচক, মার্কিন কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বাতিল জয়শঙ্করের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2019 05:30 PM (IST)
মার্কিন কংগ্রেসের ইন্ডিয়ান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা ছিল ভারতীয় বিদেশমন্ত্রীর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -