বেঙ্গালুরু: অতীতে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এমনকি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন। ব্যাটে বলে নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্মও করেছেন। তবে গতবারের রানের খরা এবার একেবারে শূন্য হাতে ফেরাল ইউসুফ পাঠানকে। কোনও অঘটন না ঘটলে আইপিএল তারকা ইউসুফ পাঠানকে দেখা যাবে না ২০২০ আইপিলে। কলকাতার পাঁচতারা হোটেলে আয়োজিত নিলামে ‘আনসোল্ড’ হয়েই রয়ে গেলেন ‘লালা’। ১ কোটি বেস প্রাইসের পাঠানকে নিতে আগ্রহ দেখাল না কোনও দলই।


ইউসুফ পাঠান তাঁর দল না পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কিছুই বলেননি। তাঁকে ছেড়ে দেওয়া নিয়ে বিশেষ কিছু বলেনি সানরাইজার্সও। তবে এই সময়ে দাদার পাশে দাঁড়ালেন ইরফান পাঠান। আইপিএল নিলামে দল পাওয়া কিংবা না পাওয়া নিয়ে কেরিয়ারের বিচার হয় না। ‘পুরো কেরিয়ার জুড়েই তুমি অনবদ্য ছিলে এবং তুমি একজন প্রকৃত ম্যাচ উইনার। সর্বদা ভালবাসা লালা’, ট্যুইট ইরফানের।





প্রসঙ্গত, এবার একেবারে তরুণ ব্রিগেডের ওপরই নজর ছিল হায়দরাবাদ ফ্রেঞ্চাইজির। মিচেল মার্শ ও ফ্যাবিয়ান অ্যালান এই ২ বিদেশি সহ দেশীয় তরুণদের দলে তুলেছেন ভিভিএস-রা। বিরাট সিংহ, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, সঞ্জয় যাদব, বভঙ্ক সন্দীপের মতো ক্রিকেটারদের দলে নিয়েছে হায়দরাবাদ। প্রসঙ্গত, এবারের নিলামে সবথেকে বেশি টাকায় বিক্রি হয়েছেন অজি আলরাউন্ডার প্যাট কামিন্স। তাঁকে সাড়ে ১৫ কোটি টাকায় নিয়েছে কেকেআর।