কলকাতা: ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। ANI-এর সূত্রের খবর। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের (Earthquake hit Himachal Pradesh) চাম্বা ভূকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩
ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology)-এর তথ্য অনুসারে এদিন রাত ৯টা বেজে ৩৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্প।
তাদের X হ্যান্ডেলে বিবরণ দিয়ে ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। রাত ৯টা বেজে ৩৪ মিনিট ৩২ সেকেন্ডে মাটি কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বার। ল্যাটিচিউড ৩৩.০৯ এবং লংচিউড ৭৬.৫৯- এর অবস্থান। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল।
উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ১ এপ্রিল কম মাত্রার একটি ভূমিকম্প টের পাওয়া গিয়েছিল হিমাচল প্রদেশের চামোলি এবং লাহুল ও স্পিতিতে। চলতি বছরের জানুয়ারিতেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল নয়াদিল্লি। প্রায়শই এই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। চলতি বছরের ২২ জানুয়ারি রাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। মূলত চিনের জিনঝিয়াং প্রদেশে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৭.২। তার জেরেই উত্তর ভারত ও দিল্লিতে কম্পন অনুভূত হয়।
গত বছরের নভেম্বরেও কম্পন হয়েছিল দিল্লিতে। সেখানে বেশ জোরালো কম্পন হয়। ওই ঘটনায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও। ওই ঘটনায় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল নেপাল। সেখানে কম্পন হওয়ার পরেই দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, কলকাতা ও উত্তর ভারতের কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়েছিল। দিল্লির কম্পন এতটাই টের পাওয়া গিয়েছিল যে রাস্তায় নেমে এসেছিলেন বহু বাসিন্দা।
এএনআই সূত্রের খবর, ওই এলাকা খুবই কম জনবসতিপূর্ণ। তাই এখনও পর্যন্ত কোনও সম্পত্তিক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। ANI সূত্রের খবর, প্রায় ১১৯ বছর আগে ১৯০৫ সালের ৪ এপ্রিল একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, সেই ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছিল হাজার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, নতুন করে সংঘাত রাজ্য-রাজভবনের মধ্যে