ক্যালিফোর্নিয়া : ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার ঘর-বাড়ি। ছড়াল আতঙ্ক । ভয়ে ঘর ছাড়লেন স্থানীয়রা। স্থানীয় সময় সোমবার বিকেলে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। যা সাম্প্রতিক সময়ের নিরিখে বেশ জোরালোই । ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা জানাচ্ছেন, স্মরণাতীত কালের মধ্যে এতটা বড় ভূমিকম্প হয়নি। ইউএসজিএস তখনই ভূমিকম্পের পরে কয়েক ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট আফটারশক হতে পারে বলে সতর্ক করে।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ (USGS)-র প্রকাশিত খবর অনুসারে, সোমবার সান দিয়েগোতে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তারই অভিঘাতে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক এলাকা। ধাক্কা লাগে অরেঞ্জ কাউন্টি, টেমেকুলা, ইনল্যান্ড এম্পায়ারের মতো এলাকাতেও। এই ভূমিকম্পটি হয়েছিল সকালে। এরপর আবার বিকেলেও কেঁপে ওঠে মাটি।
USGS-এর মতে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব গভীরে নয়। ভূমিকম্পর ভরকেন্দ্র ছিল সান দিয়েগো কাউন্টির জুলিয়ান শহর থেকে প্রায় ৪ কিলোমিটার (২.৫ মাইল) দক্ষিণে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দফতর X-পোস্টে জানান, "কোনও ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে এবং জরুরি প্রতিক্রিয়ার প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে স্টেট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। "
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল বেশ কয়েকটি টেকটোনিক প্লেটেরমিলেছে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থানে ভমিকম্পের ঝুঁকি সবথেকে বেশি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে হালফিলে এমন ভূমিকম্প হয়নি।
সাম্প্রতিক ভূমিকম্প
মায়ানমারের ভয়াবহ ভূকম্পনের পর ৩ দিন আগেই কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ভূমিকম্প অনুভূত হয় ভারতের পড়শি দেশের বিস্তীর্ণ এলাকায় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮, অভিঘাতও ছিল বেশ তীব্র। পাকিস্তানের পাশাপাশি কম্পনের প্রভাব এসে পড়ে ভারতের মাটিতেই। কেঁপে ওঠেজম্মু ও কাশ্মীরও। মৃদু ভূমিকম্প হয় ভূস্বর্গে। ভূমিকম্প অনুভূত হওয়ার ,সঙ্গে সঙ্গেই মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে উন্মুক্ত স্থানে বেরিয়ে আসে।