নয়া দিল্লি: সীমান্তে থেমেছিল গোলাগুলি। ভারত পাকিস্তানের মধ্যে চলছে সংঘর্ষ বিরতি। এরই মধ্যে সোপিয়ান, পুলওয়ামার পর এবার জম্মুর কিশতোয়ারে অশান্তি। জম্মুর কিশতোয়ারে সকাল থেকে সেনা-জঙ্গি এনকাউন্টার চলে।
সেনা সূত্রে খবর, ডোডা জেলার কিশতোয়ারে জঙ্গলের মধ্যে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। তল্লাশিতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে।
ঠিক এক মাস আগে ঘটে গিয়েছে পহেলগাঁওয়ের হাড় হিম করা হত্যাকাণ্ড। এখনও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বৈসরন ভ্যালি। থমথমে পহেলগাঁও।
অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের পর এবার হু, ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ ভারতীয় প্রতিনিধি অনুপমা সিংহের। ‘জেহাদি জঙ্গিদের ভরকেন্দ্র পাকিস্তান। সন্ত্রাসের মদতদাতা ও নিয়ন্ত্রকরা পাকিস্তানের মাটি থেকেই কাজকর্ম চালায়। সিন্ধু জলচুক্তি নিয়েও অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তান সন্ত্রাসের জন্ম দেয়, ভিকটিম বলে কুমিরের কান্না কাঁদতে পারে না।২৬ নিরীহ ভারতীয়কে পরিবারের সামনে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা’, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বার্তা ভারতীয় প্রতিনিধি অনুপমা সিংহের।
এর পাশাপাশি, JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল পৌঁছল জাপানের টোকিওতে। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স মনোভাব এবং সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে পাকিস্তানের ভূমিকা তুলে ধরতেই মোদি সরকার বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সফর করবে।