করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে গত ৬ মে থেকেই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। রাশ টানা হয়েছে অন্যান্য গণ পরিবহন পরিষেবাতেও। আর এ বার ঘূর্ণিঝড় ইয়াসের কারণে চলাচলকারী ২৫টি স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। রবিবার পূর্ব রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২৪ মে থেকেই বেশিরভাগ ট্রেন বাতিল করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল।
কোন কোন ট্রেন বাতিল দেখে নিন তালিকা...
- ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)
- গয়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)
- রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)
- ধানবাদ-গয়া এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)
- ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)
- দেওঘর-রাঁচি এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)
- জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)
- রাঁচি-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)
- হাওড়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)
- মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (২৫ মে থেকে বাতিল)
- ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস স্পেশাল (২৫ মে থেকে বাতিল)
- হাওড়া-মুজফ্ফরপুর এক্সপ্রেস স্পেশাল (২৬ মে থেকে বাতিল)
গত ২১ মে থেকে বাতিল হয়েছে যে ট্রেনগুলি
- ০২৩৪১ হাওড়া-আসানসোল স্পেশাল
- ০২৩৪১ আসানসোল স্পেশাল
- ০২৩৪৭ হাওড়া- রামপুরহাট স্পেশাল
- ০২৩৪৮ রামপুরহাট- হাওড়া স্পেশাল
- ০৩০৩৩ হাওড়া-কাটিহার স্পেশাল
- ০৩০৩৪ কাটিহার-হাওড়া স্পেশাল
- ০২২৮৭ শিয়ালদহ-বিকানের স্পেশাল
- ০২২৮৮ বিকানের-শিয়ালদহ স্পেশাল
দু-দিনের বদলে একদিন চলবে যে ট্রেনগুলি
- ০৯৬১৩: আজমের-অমৃতসর স্পেশাল ১৯ মে থেকে শুধু বুধবার চলবে
- ০৯৬১৪: অমৃতসর-আজমের স্পেশাল ২৩ মে থেকে শুধু রবিবার চলবে
- ০৯৬১১: আজমের-অমৃতসর স্পেশাল ২২মে থেকে শুধু শনিবার চলবে
- ০৯৬১২: অমৃতসর-আজমের স্পেশাল ২০মে থেকে শুধু বৃহস্পতিবার চলবে ৷
অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, আপ ও ডাউন মিলিয়ে মোট ১১৯টি ট্রেন বাতিল করা হয়েছে।
- মুম্বই-হাওড়া
- পুণে-হাওড়া
- আহমেদাবাদ-হাওড়া
- হাওড়া-ভূবনেশ্বর
- হাওড়া-পুরী
- হাওড়া-যশবন্তপুর
- হাওড়া-সেকেন্দরাবাদ
- হাওড়া-কন্যাকুমারী
- হাওড়া-চেন্নাই
গত ৫ মে, বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকার ১০ নম্বরে উল্লেখ করা হয়েছে, আপাতত ১৪ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।
এদিন মমতার সাংবাদিক বৈঠকের পরই রেলের তরফেও একটি বিবৃতি দেওয়া হয়। জানানো হয় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা। যদিও দূরপাল্লা ও অন্যান্য বিশেষ ট্রেন এবং পণ্যপরিবাহী পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছিল রেল। তবে পরিস্থিতি বিচার করে দূরপাল্লার ট্রেন চলাচলেও রাশ টেনেছে কর্তৃপক্ষ।