নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrested) গ্রেফতার করল ইডি (ED)। আবগারি দুর্নীতি মামলায় প্রায় ২ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। আর এই গ্রেফতারিতে সরব হয়েছেন বিজেপি বিরোধী দলগুলি।
কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব: ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে সরব হয়েছে তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের মুখে এই গ্রেফতার আরও বেশি করে প্রমাণ করে দিচ্ছে বিজেপি নিশ্চিত তারা ফিরে আসবে না। সেই কারণে মরিয়া হয়ে সমস্তরকম নখ, দাঁত বের করছে। চক্ষু লজ্জার মাথা খেয়েছে। নাহলে ভোট ঘোষণার পর এই গ্রেফতার হতে পারে না। বিজেপি বিরোধী দলগুলিকে ঠেকাতে তাদের নেতাদের বিরুদ্ধে এজেন্সি নামিয়ে বিব্রত করার খেলা চলছিল। ভোট ঘোষণার পর যেভাবে গ্রেফতার করা হল, তাতে বোঝা যাচ্ছে বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে। জনগণ সঙ্গে নেই। সেই কারণেই এজেন্সির অপব্যবহার করে বিজেপি বিরোধী শক্তিকে এইভাবে আক্রমণ করছে। আমরা ধিক্কার জানাচ্ছি।''
মোদিকে নিশানা: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে মোদিকে নিশানা করেছেন প্রিয়ঙ্কা গাঁধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, 'দিল্লির মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করা সম্পূর্ণ অসাংবিধানিক। রাজনীতিকে এতটা নীচে নামিয়ে নিয়ে আসাটা প্রধানমন্ত্রীর পক্ষে শোভা পায় না। দেশের সবথেকে বড় বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডি-সিবিআই-আয়কর লাগিয়ে বিরোধী দলের নেতাদের ওপর ক্রমাগত চাপ। এর আগে একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন। এখন আরও একজন মুখ্যমন্ত্রীকে জেলে ভরার রাস্তা তৈরি করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে এরকম নির্লজ্জ দৃশ্য প্রথমবার দেখা গেল।'
দিল্লির মুখ্য়মন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ: এই গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে AIADMK। দলের মুখপাত্র কোভাই সত্যন বলেন, "প্রথমত, এই গ্রেফতারি প্রমাণ করে তিনটে এজেন্ডা রয়েছে বিজেপির। দ্বিতীয়ত, বিজেপির বিরোধিতা করলে তাদের কারাগারে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিজেপির বিরুদ্ধে কথা বললে দলীয় তহবিল ব্যবহার করতে পারবে না। তৃতীয়ত, যাঁরা জামিনে মুক্ত, তাঁদের সঙ্গে জোট করতে বিজেপির কোনও দ্বিধা থাকবে না।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Lok Sabha Election 2024: "এটা আমার ঘর, এখানে আমি থাকতে এসেছি'' বহিরাগত বিতর্কে জবাব ইউসুফের