মুম্বই: জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঠাকরে (Uddhav Thackray) ঘনিষ্ঠ সাংসদ ও শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করল ইডি (ED)। ইডি সূত্রে দাবি, তাঁর বাড়ি থেকে মিলেছে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা। আজ সকাল সাতটা নাগাদ শিবসেনা মুখপাত্রের বাড়িতে যান ইডি আধিকারিকরা। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেয় ইডি। মাথা নিচু করব না, লড়াই চলবে, মন্তব্য সঞ্জয় রাউতের।  


মহারাষ্ট্রে উদ্ধব-সরকারের পতনের একমাস পর, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে, জমি দুর্নীতির মামলায় গ্রেফতার করল ইডি। উদ্ধব ঠাকরের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় রাউত। কট্টর মোদি-সমালোচক হিসেবেই পরিচিত। রবিবার সকাল সাতটা নাগাদ পূর্ব মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা।  


খবর পেয়ে, সেখানে জড়ো হতে শুরু করেন সমর্থকরা। জানলায় এসে তাঁদের উদ্দেশে হাতও নাড়েন সঞ্জয় রাউত। ইডি সূত্রে দাবি, সঞ্জয় রাউতের বাড়িতে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা মেলে। বাড়িতে প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় রাউতকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ মুম্বইয়ে ইডি’র সদর দফতরে। বাড়ি থেকে বেরনোর আগে, সঞ্জয় রাউতকে জড়িয়ে ধরেন তাঁর মা। মা-কে আদর করে, ইডি’র দফতরের উদ্দেশে রওনা দেন শিবসেনা সাংসদ। 


আরও পড়ুন, টাকা-সোনা বিতর্কের পর GST নম্বর কারচুপির অভিযোগ অর্পিতার বিরুদ্ধে


ডাকাবুকো নেতা বলে পরিচিত সঞ্জয় রাউতের শরীরী ভাষা ছিল রীতিমতো আক্রমণাত্মক। গাড়িতে দাঁড়িয়ে কখনও তিনি দু’হাত মুঠো করে ছুড়ে দেন। কখনও আবার শিবসেনার গেরুয়া উত্তরীয় মাথার ওপর ঘোরাতে থাকেন। ইডি’র সদর দফতরে ঢোকার আগেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এরপর রাতেই রাতে ED গ্রেফতার করে সঞ্জয় রাউতকে।


কী অভিযোগ রয়েছে? 


শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছে। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছল ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী।