জয়পুর : মরুরাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। আর কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন রাজস্থানে। আর তার ঠিক আগেই কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ছেলেকে তলব করল ইডি। বিদেশি মুদ্রা বদলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ঘিরে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকালের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জয়পুর বা নয়াদিল্লির অফিসে হাজির হতে বৈভব গেহলটকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আর কংগ্রেসী মুখ্যমন্ত্রীর ছেলেকে ইডির তলব ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নিশানা করে অশোক গেহলট বলেছেন, 'আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।' কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির বিশ্বাসযোগ্যতাও এই মুহূর্তে প্রশ্নের মুখে বলেই আক্রমণ শানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, তাঁর ছেলেকে নোটিশ পাঠানোই শুধু নয়, রাজস্থানের কংগ্রেসের প্রেসিডেন্ট গোবিন্দ সিংহ দোস্তারার বাড়িতেও বিনা সমনে পৌঁছে গিয়ে তল্লাশি চালিয়েছে ইডি।
ইডি-র সমন প্রসঙ্গে অশোক গেহলটের কটাক্ষ, 'মজা চলছে নাকি ?' রাজস্থানের আসন্ন ভোটে গোটা 'তলব-চিত্রনাট্য' বিজেপির বিরুদ্ধে যেতে চলেছে বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের সদস্যরা তাঁদের বৈঠকে ও আলাদাভাবেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিজেপি 'প্রতিহিংসামূলক রাজনীতির অস্ত্র' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগে তুলেছিল।
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলার অভিযোগে এদিনই পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। যা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাংবাদিক সম্মেলনের মাঝে উঠে আসে রাজস্থানের প্রসঙ্গও। তৃণমূলের সুপ্রিমো বলেছেন, 'সবকা বিকাশ নয় সবকা সর্বনা। লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, কিছু রাজ্যে ভোট আছে। তার আগে রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলেকে ডাকছে। ওখানের নেতার বাড়িতেও তল্লাশি হয়েছে। আসলে রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে এইসব কাজ করছে।'
আরও পড়ুন- '৪২ বছর আগের তথ্য চাইছে, তখন তো অভিষেক জন্মাইনি' মমতা