কলকাতা: নারদকাণ্ডে পাঁচ তৃণমূল নেতানেত্রী সহ সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, নোটিস পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, আফরিন অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায়কে।

পাশাপাশি, সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকেও নোটিস পাঠানো হয়েছে।

ইডি সূত্রে খবর, এই পাঁচ তৃণমূল নেতানেত্রী, এসএমএইচ মির্জা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে জুলাই মাসে ইমেল পাঠানো হয়। জবাব না মেলায় এবার নোটিস পাঠানোর সিদ্ধান্ত। পাঁচ তৃণমূল নেতানেত্রী ও সাসপেন্ডেড আইপিএস অফিসারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।