কলকাতা: নারদকাণ্ডে পাঁচ তৃণমূল নেতানেত্রী সহ সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, নোটিস পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, আফরিন অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায়কে।
পাশাপাশি, সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকেও নোটিস পাঠানো হয়েছে।
ইডি সূত্রে খবর, এই পাঁচ তৃণমূল নেতানেত্রী, এসএমএইচ মির্জা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে জুলাই মাসে ইমেল পাঠানো হয়। জবাব না মেলায় এবার নোটিস পাঠানোর সিদ্ধান্ত। পাঁচ তৃণমূল নেতানেত্রী ও সাসপেন্ডেড আইপিএস অফিসারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নারদ কাণ্ডে শুভেন্দু, সৌগত সহ ৫ তৃণমূল নেতানেত্রীকে নোটিস পাঠাল ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 12:01 PM (IST)
পাশাপাশি, সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকেও নোটিস পাঠানো হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -