যোগাযোগ, তথ্যের আদানপ্রদানের কথা ভাবলে স্মার্টফোন এখন আশীর্বাদ। কিন্তু পড়ুয়াদের মনঃসংযোগ নষ্ট করার এর থেকে বড় উপায় আর কিছু নেই। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের রঙিন দুনিয়া সব সময়হাতছানি দিচ্ছে তাকে। আর একবার তাতে ঢুকে গেলেই সময় কোথা দিয়ে কেটে যাবে তার ঠিক নেই। তাই যদি কোনও পড়ুয়া এই পরীক্ষার আগের সময়টা নিজের স্মার্টফোন তুলে রেখে আদ্যিকালের নোকিয়া নিয়ে আসেন, তবে তাঁর পড়াশোনায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা অন্তত অর্ধেক কমে যাচ্ছে। বোথরার পরামর্শে মুগ্ধ এক টুইটার ইউসার লিখেছেন,দুর্দান্ত পরামর্শ.. অর্ধেক সমস্যার তো আপনা থেকে সমাধান হয়ে যাচ্ছে। যদিও অনেকেই বোথরাকে মনে করিয়ে দিয়েছেন, সময় কীভাবে বদলে গিয়েছে, এখন স্মার্টফোন পড়াশোনার কাজেও দরকার। আর সোশ্যাল মিডিয়াকে অস্বীকার করার উপায় নেই, অনেক খবর সেখান থেকেও পাওয়া যায়। সিভিল সার্ভিস উতরোতে চান? স্মার্টফোন ফেলে নিয়ে আসুন আদ্যিকালের নোকিয়া, আইপিএস অফিসারের পরামর্শ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2020 09:30 AM (IST)
বোথরার পরামর্শে মুগ্ধ এক টুইটার ইউসার লিখেছেন,দুর্দান্ত পরামর্শ.. অর্ধেক সমস্যার তো আপনা থেকে সমাধান হয়ে যাচ্ছে।
নয়াদিল্লি: ইউপিএসসি সিভিল সার্ভিস উতরোনোর জন্য এক কথায় উপদেশ চাওয়া হয়েছিল তাঁর কাছে। ওড়িশা ক্যাডারের আইপিএস অরুণ বোথরা যে জবাব দিয়েছেন তাতে হাসিতে ফেটে পড়েছে টুইটার। তিনি স্রেফ বলেছেন, আপনার মোবাইলটা বদলে নোকিয়া ৫৩১০ নিয়ে আসুন।