মুম্বই: উৎসবের মরশুমে দূষণ আতঙ্ক। যা নিয়ে বাড়ছে চিন্তা। কীভাবে রোধ করা যাবে দূষণ? তা নিয়ে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক করল মহারাষ্ট্র সরকার। ধুলো মুক্ত, আবর্জনা মুক্ত রাস্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। দূষণ রোধে প্রতিদিন রাস্তা ধোওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde)।


দূষণে বাড়ছে আতঙ্ক: আলো ফুটলেও বোঝার উপায় নেই। দূষণের জেরে দিন রাত কার্যত এক হয়ে গিয়েছে। চোখ খুলতেই জ্বালা ধরাচ্ছে দূষণ। উৎসবের মরশুমে রীতিমতো ভয়ঙ্কর আকার নিয়েছে দূষণ। দেশের রাজধানী দিল্লি তো বটেই অন্যান্য রাজ্যেও ছবিটা খুব আলাদা। যার মধ্যে অন্যতম বাণিজ্য নগরী মুম্বই। আর তাই দূষণ রোধে এবার ময়দানে নামল প্রশাসন। উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া হল একাধিক সিদ্ধান্ত। 


কী সিদ্ধান্ত নিল সরকার?


এদিন মুখ্যমন্ত্রী বলেন, "মুম্বই সহ সারা রাজ্যেই বাড়ছে দূষণের মাত্রা। মুম্বই কমিশনার, পরিবেশ দফতরের প্রধান সহ অন্যান্য কর্তাদের নিয়ে এদিন বৈঠক করেছি। যেখানে মূলত আলোচ্য বিষয় ছিল দূষণ রোধ। মুম্বই কমিশনারকে লোকবল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তাঘাট ধুলো এবং আবর্জনা মুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ধুলো যাতে না ওড়ে তার জন্য মুম্বইয়ের সমস্ত রাস্তা জল দিয়ে ধুতে বলা হয়েছে প্রতিদিন। পাশাপাশি বৃক্ষরোপণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসতেও অনুরোধ করছি। প্রতিনিয়ত পরিস্থিতি খতিয়ে দেখবে পরিবেশ দফতর।''


এদিকে দূষণ রোধে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে রাজধানীতে। যার ব্যয়ভার বহন করবে দিল্লি সরকার (Delhi Government)। সূত্রের খবর, আগামী কাল সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বিষয় জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। কেন্দ্র সহযোগিতা করলে ২০ নভেম্বরের মধ্যে কৃত্রিম বৃষ্টির বন্দোবস্ত করা সম্ভব হবে। পরিস্থিতি মোকবিলায় আগেই বিকল্প ভাবনা ভেবেছিল সরকার। গতকাল আইআইটি কানপুরের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। বৈঠক সেরে কৃত্রিম বৃষ্টি নামানোর ঘোষণা করেন গোপাল। তিনি জানান, বাতাসের ভাসমান ধূলিকণার মাত্রা নামিয়ে আনতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকলে ২০ থেকে ২১ নভেম্বর দিল্লির বুকে কৃত্রিম বৃষ্টি নামানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গোপাল। তিনি জানিয়েছিলেন, "আইআইটি কানপুরের অনুমান, ২০ এবং ২১ নভেম্বর দিল্লির আকাশ মেঘলাই থাকবে। সেকথা মাথায় রেখেই কালকের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছি। সেটি আদালতে জমা দেওয়া হবে। ২০ এবং ২১ নভেম্বর আকাশ মেঘলা থাকলে, সব তরফ থেকে অনুমোদন মিললে কৃত্রিম বৃষ্টি নামানো হবে।" 


আরও পড়ুন: Diwali 2023 Investment: দীপাবলিতে সরকারি বিনিয়োগ দেখাতে পারে আলো,জেনে নিন সেরা স্কিমগুলির সাম্প্রতিক সুদ