কোবিন্দ ট্যুইট করেছেন, ইদ মুবারক। ইদ উল জুহা স্বার্থত্যাগ, বলিদান ও সম্প্রীতির প্রতীক যা আমাদের সকলের মঙ্গলে কাজ করার অনুপ্রেরণা দেয়। আসুন, এই উপলক্ষ্যে অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিই., কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ববিধি ও গাইডলাইন মেনে চলি।
প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, ইদ মুবারক! ইদ-আল-আধার অভিনন্দন। এই দিনটা এক ন্যয়সঙ্গত, সম্প্রীতিময়, সবাইকে সঙ্গে নিয়ে চলা সমাজ তৈরির লক্ষ্যে আমাদের উদ্ধুদ্ধ করুক। সহমর্মিতা, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চেতনা আরও শক্তিশালী হোক।
উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও দেশবাসীকে ইদের উষ্ণ শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, এই ইদ-উল-জুহা আমাদের জীবনে, দেশে ও বিশ্বে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি বয়ে আনুক। তিনি আরও বলেন, চলতি পরিস্থিতিতে আমাদের সংযমের সঙ্গে ইদ পালন করে খুশি থাকতে হবে, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকলও মানতে হবে। তিনি বলেছেন, ইদ-উল-জুহার শুভ অনুষ্ঠানে দেশবাসীকে আমার উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ইদ ঈশ্বরের প্রতি দ্বিধাহীন, শর্তহীন আনুগত্য, সর্বশক্তিমানের সীমাহীন সহানুভূতির উদযাপন।
দিল্লির জামা মসজিদ সমেত সারা দেশে সামাজিক দূরত্ববিধি মেনে পালিত হচ্ছে ইদ। সংবাদ সংস্থা ছবি দেখিয়েছে, প্রার্থনায় সামিল হতে আসা লোকজনের শরীরের তাপমাত্রা চেক করে ঢুকতে দেওয়া হচ্ছে।