নয়াদিল্লি: আরও শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বিমান বাহিনীতে সামিল হল মার্কিন প্রযুক্তিতে তৈরি ৮টি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। আজ পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া।
এই আটটি হেলিকপ্টারই অ্যাপাচের এএইচ-৬৪ বিভাগের হেটিকপ্টার। এটিই মার্কিন প্রযুক্তিতে তৈরী অ্যাপাচের সাম্প্রতিককালের সবচেয়ে অত্যাধুনিক হেলিকপ্টার। হেলফায়ার ও স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত অ্যাপাচে হেলিকপ্টার বায়ুসেনায় অন্তর্ভুক্তির পর আকাশপথে শত্রুপক্ষের উপর হামলা চালানো আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৫-য় মার্কিন প্রতিরক্ষা সংস্থার সঙ্গে ২২টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। এখনও পর্যন্ত মার্কিন সংস্থার কাছ থেকে ৮টি হেলিকপ্টার হাতে পেয়েছে বায়ুসেনা। ২০২০-র মধ্যে বাকিগুলি এসে পৌঁছবে। ভারত বিশ্বে ১৬তম দেশ, যাদের বিমান বাহিনীর হাতে থাকছে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। কিন্তু জাপানে সফর করার কারণে এদিন অনুপস্থিত ছিলেন তিনি।