এই ম্যাচের প্রথম ইনিংসে হনুমার ১১১, অধিনায়ক বিরাট কোহলির ৭৬, ইশান্ত শর্মার ৫৭ ও ময়ঙ্ক অগ্রবালের ৫৫ রানের সুবাদে ৪১৬ রান করে ভারতীয় দল। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ৫ উইকেট নেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১১৭ রানে। ক্যারিবিয়ানদের ফলো-অন করানোর সুযোগ পেলেও, ব্যাট করতে নামেন বিরাটরা। ৪ উইকেটে ১৬৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। অজিঙ্কা রাহানে ৬৪ ও হনুমা ৫৩ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মা দু’টি এবং রবীন্দ্র জাডেজা তিনটি উইকেট নেন। চারদিনেই শেষ দ্বিতীয় টেস্ট, ২৫৭ রানে জয় ভারতের
Web Desk, ABP Ananda | 03 Sep 2019 08:04 AM (IST)
ম্যাচের সেরা হনুমা বিহারী
ছবি সৌজন্যে ট্যুইটার
কিংস্টন: একদিন বাকি থাকতেই দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে গুঁড়িয়ে দিয়ে সিরিজ ২-০ ফলে জিতে নিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসে শতরান করা হনুমা বিহারী। তবে এই ম্যাচের নায়ক পেসার জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন এই ডানহাতি পেসার। বাংলার পেসার মহম্মদ শামি প্রথম ইনিংসে জোড়া উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৪৬৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতবে, এমন আশা বোধহয় কোনও ক্যারিবিয়ানই করেননি। সেটা শেষপর্যন্ত হয়ওনি। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ২১০ রানে গুটিয়ে যায়।