কিংস্টন: একদিন বাকি থাকতেই দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে গুঁড়িয়ে দিয়ে সিরিজ ২-০ ফলে জিতে নিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসে শতরান করা হনুমা বিহারী। তবে এই ম্যাচের নায়ক পেসার জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন এই ডানহাতি পেসার। বাংলার পেসার মহম্মদ শামি প্রথম ইনিংসে জোড়া উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৪৬৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতবে, এমন আশা বোধহয় কোনও ক্যারিবিয়ানই করেননি। সেটা শেষপর্যন্ত হয়ওনি। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ২১০ রানে গুটিয়ে যায়।
এই ম্যাচের প্রথম ইনিংসে হনুমার ১১১, অধিনায়ক বিরাট কোহলির ৭৬, ইশান্ত শর্মার ৫৭ ও ময়ঙ্ক অগ্রবালের ৫৫ রানের সুবাদে ৪১৬ রান করে ভারতীয় দল। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ৫ উইকেট নেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১১৭ রানে। ক্যারিবিয়ানদের ফলো-অন করানোর সুযোগ পেলেও, ব্যাট করতে নামেন বিরাটরা। ৪ উইকেটে ১৬৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। অজিঙ্কা রাহানে ৬৪ ও হনুমা ৫৩ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মা দু’টি এবং রবীন্দ্র জাডেজা তিনটি উইকেট নেন।