বৌদিকে 'কুপিয়ে খুন', দুই ভাইঝিকেও এলোপাথাড়ি কোপ, থানায় আত্মসমর্পণ করল দেওর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2020 03:18 PM (IST)
ঘরে ঢুকে গৃহবধূকে এলোপাথাড়ি কোপ মারে ওই ব্যক্তি। বধূর পরে তাঁর ২ মেয়ের উপরেও এলোপাথাড়ি কোপ মারা হয়।
কলকাতা: একবালপুরে 'বৌদিকে খুন' করে থানায় আত্মসমর্পণ করল দেওর। থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি জানায়, বৌদি ও তাঁর দুই মেয়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে সে। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে। ঘরে ঢুকে গৃহবধূকে এলোপাথাড়ি কোপ মারে ওই ব্যক্তি। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। বৌদির পরে ভাইঝদের উপরেও এলোপাথাড়ি কোপ মারা হয়। ওই ব্যক্তির বৌদি মারা গেলেও, দুই ভাইঝি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। কেন ওই ব্যক্তি হামলা করলেন, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানান, সম্ভবত পারিবারিক বিবাদ বা সম্পত্তি সংক্রান্ত বিদ্বেষের জেরেই এই হিংসার ঘটনা।