কলকাতা: উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় নিম্নচাপ, সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আগামী কয়েক ঘণ্টা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ, রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, আজও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কাল পর্যন্ত চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন অসম, মেঘালয়ে প্রবল বর্ষণ হতে পারে। তার জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

ঝাড়খণ্ডে চলছে প্রবল বৃষ্টি। ফলে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দা কাটান এলাকা। ঝাড়খণ্ডের সঙ্গে ফরাক্কার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মানুষ অভিযোগ করেছেন, ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকা সংলগ্ন ফরাক্কার এই এলাকা প্রতি বছর প্লাবিত হয়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন তাঁরা। এ নিয়ে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

অন্যদিকে, কোচবিহারের তুফানগঞ্জে গদাধর নদীতে ভাঙন দেখা দিয়েছে। পাড় ভেঙে জল ঢুকতে শুরু করেছে স্থানীয় বড়ভিটা গ্রামে। দ্রুত বাঁধ মেরামতির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সেচ দফতরের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে তাঁদের অভিযোগ। মালদাতেও বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি চলছে।