নয়াদিল্লি: প্রাপ্ত আসনের নিরিখে এবার সমীকরণ বদলাতে চলেছে মহারাষ্ট্র বিধানসভায়। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে জল্পনার মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ঘটনাচক্রে এদিন সকালেই রাজভবনে পৌঁছন দেবেন্দ্র ফড়ণবীস এবং অজিত পওয়ার। আর তার পরই ইস্তফা দেন শিন্ডে। (Maharashtra New Chief Minister)
মঙ্গলবার সকালে একে একে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে রাজভবনে পৌঁছন ফড়ণবীস, শিন্ডে এবং পওয়ার। সেখানেই রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন শিন্ডে। তবে নয়া সরকার গঠিত না হওয়া পর্যন্ত সরকার সামলাবেন শিন্ডে। কিন্তু এবার জোট শরিকদের মধ্যে কে মরারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন এবার, তা নিয়ে ধন্দ কাটছে না।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এবার বিপুল সাফল্য পেয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) এবং NCP (অজিত পওয়ার)- জোট। কিন্তু নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর তিন দিন কেটে গেলেও, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে কারও নাম তুলে ধরা হয়নি। শিন্ডের বিধানসভার মেয়াদ আজই শেষ হচ্ছে। এখনও পর্যন্ত তাঁর বিকল্প কে, জানা যায়নি। (Eknath Shinde Resigns)
তবে বিজেপি-র প্রাপ্ত আসনের সংখ্যা যেহেতু বেশি, এবার আর কাউকে তুষ্ট করার বিষয় নেই, তাই ফড়ণবীসের নাম নিয়ে জোর জল্পনা চলছে। শিন্ডে-সেনা যদিও এখনও নিজেদের নেতাকে মুখ্যমন্ত্রী করার পক্ষে, কিন্তু অজিতের NCP-র সমর্থন ফড়নবীসের দিকে। এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ১৩২টি আসনে জয়ী হয়েছে, শিবসেনা (শিন্ডে) ৫৭টি এবং NCP (অজিত পওয়ার) ৪১টি আসনে জয়ী হয়েছে। ২৮৮ সদস্যের বিধানসভায় সরকার গড়তে ম্যাজিক সংখ্যা ১৪৫। সেই নিরিখে একটি দল হলেও, শরিকদের প্রয়োজন বিজেপি-র। তাই শিন্ডে এবং অজিতের তরফে আসন নিয়ে দড়ি টানাটানির সম্ভাবনা দেখা দেয়। গত তিন দিন ধরে সেই কারণেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা যায়নি বলে মত অনেকের।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিন্ডেকে ফের মুখ্য়মন্ত্রী দেখার দাবি জানিয়ে তাঁর বাসভবনে অভিযান করতে চেয়েছিলেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। কিন্তু দলীয় নেতৃত্ব তাতে অনুমতি দেননি। বলা হয়, জোটসঙ্গী হিসেবে নির্বাচনে একসঙ্গে লড়াই করা হয়েছে। তাই সরকার গঠনেও একসঙ্গে থাকতে হবে। শিন্ডে জানান, এত মানুষের ভালবাসায় অভিভূত তিনি। কিন্তু এমন অভিযান কাম্য নয়।