রুমা পাল, কলকাতা : আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স ( AI )। আগামীতে নাকি বহু মানুষের কাজ হয়ে যাবে এর মাধ্যমে। আরও নিখুঁতভাবে, আরও দ্রুত। এআই প্রযুক্তি ইতিমধ্যেই নানা ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে। এবার তার সুবিধে নিতে চলেছে নির্বাচন কমিশনও ( Loksabha Poll 2024 ) । সামনেই লোকসভা ভোট। এত বড় দেশ, এত নাগরিক, এত বড় নির্বাচনী মহাযজ্ঞ। তা সামলাতে এবার AI প্রযুক্তির সাহায্য নিতে চাইছে কমিশন ( ।
AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন
প্রতি নির্বাচনেই দেশের কোথাও না কোথাও থেকে বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। এই নিয়মভঙ্গ রুখতে এবার AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। চব্বিশের লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।
চলতি সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। তারপরই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। এর আগে শাসক-বিরোধী উভয়পক্ষই ওয়েব কাস্টিং নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলে। এবার AI প্রযুক্তিকে কাজে লাগিয়ে বুথ জ্যাম ও ছাপ্পা ভোট নিয়ে যাবতীয় অভিযোগের মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।
প্রযুক্তিকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনে সব রকম কারচুপিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নিয়ন্ত্রণ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে ওয়েব কাস্টিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়ে গিয়েছে । তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ই-টেন্ডার হয়ে গিয়েছে ওয়েব কাস্টিং নিয়ে। এবারের লোকসভা নির্বাচনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই বিরোধীদের তোলা সব অভিযোগ কে নস্যাৎ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।
প্রযুক্তির মাধ্যমেই এবার এক নিমেষে ওয়েব কাস্টিংয়ের খুঁটিনাটি ধরা পড়বে বলে জাতীয় নির্বাচন কমিশনের দাবি। উল্লেখ্য, এর আগে শাসক থেকে বিরোধী সকলেই অভিযোগ তুলেছিল নির্বাচন কমিশনের দিকে এই ওয়েবকাস্টিং নিয়ে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করবে তাতে আর কোন অভিযোগের আঙুল উঠবে না বলেই দাবি নির্বাচন কমিশনের।
আরও পড়ুন :
টিকা নিলেই আটকে ফেলা যায় সার্ভাইকল ক্যান্সারের ঝুঁকি, কবে নেবেন, কী নিয়ম