সঞ্চয়ন মিত্র, কলকাতা : কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া-বঞ্চনার অভিযোগে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নামঞ্চেই ছিলেন তিনি।


মুখ্যমন্ত্রীর বাস্কেট বল


এদিন সকালে ময়দান চত্বরে হাঁটতে বেরোন। বাচ্চাদের সঙ্গে বাস্কেট বলও খেলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা দেখতে রেড রোডে হাজির হন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  


কেন ধর্নায় ?


কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না অবস্থানে বসেছেন মুখ্য়মন্ত্রী। শুক্রবার  দুপুর পৌনে একটায় অম্বেদকরের মূর্তিতে প্রণাম জানিয়ে ধর্না শুরু করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  ধর্না-অবস্থানে হাজির তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-নেতারা সবাই পরেছিলেন কালো পোশাক। তৃণমূলনেত্রী পরেন কালো পাড়ের শাড়ি। মঞ্চের ওপর বিশাল ব্য়ানার। সেখানে লেখা- কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না, মানব না। 


এদিন বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে ধারালো আক্রমণ করেন তৃণমূলনেত্রী। 'বাংলার মন জয় করবেন গরিব লোকের টাকা লুঠ করে? কোথায় গেল ১০০ দিনের টাকা? যারা কাজ করেছে ২১ লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি ২ বছর ধরে কাজ করবার টাকা? এর জন্য় জেলে যাওয়া উচিত। ' বলেন তিনি। 


নরেন্দ্র মোদিকে সরাসরি খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি অনেক দেখেছি। অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে। আমি এরকম দেখিনি, এত ভিনডিক্টিভ। আমি নিজে ৩ বার মিট করে এসেছি। আপনারা জানেন, ২ মাস আগেও আমি দিল্লি গেছি। বলল, অফিসার টু অফিসার মিটিং হবে। তাও করে দিলাম। তারপরও টাকা এখনও এল না।'   


মাধ্য়মিক চলাকালীন তৃণমূলের ধর্না কেন, এই নিয়ে আবার সরব হয়েছে বিজেপি। সুকান্ত মজুমদার বলেন,  ' মাননীয়া মুখ্যমন্ত্রী পরীক্ষা চলাকালীন, এই ধর্না শুরু করলেন। আমরা পরীক্ষার মধ্যে কোনও ধরনের আউটডোর পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা বন্ধ রেখেছি। বিজেপি বন্ধ রেখেছে। মুখ্যমন্ত্রী যখন শুরু করলেন, আমাদেরও আর বাধা রইল না। আমাদের কাছে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে বিজেপি কেন করল? আমরা ইমিডিয়েটলি, আমি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলোচনা করে আমরাও পাল্টা ধর্নার ব্যবস্থা করছি।  ' 


উল্লেখযোগ্য, শুক্রবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্না অবস্থানে দেখা যায়নি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।                 


আরও পড়ুন :


টিকা নিলেই আটকে ফেলা যায় সার্ভাইকল ক্যান্সারের ঝুঁকি, কবে নেবেন, কী নিয়ম