Cervical Cancer : টিকা নিলেই আটকে ফেলা যায় সার্ভাইকল ক্যান্সারের ঝুঁকি, কবে নেবেন, কী নিয়ম

সার্ভাইকল ক্যান্সার
Cervical Cancer Prevention : সারভাইক্যাল ক্যানসার অনেকটাই প্রতিরোধযোগ্য, যথাসময়ে টিকা নিলে এর শিকার হতে হবে না মহিলাদের ! বিস্তারিত আলোচনায় চিকিৎসক অগ্নিমিতা গিরি সরকার।
সার্ভাইকল ক্যান্সার ( Cervical Cancer ) বা জরায়ুমুখের ( Cervix ) ক্যান্সার। মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমবর্ধমান। আর এই অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এমন মানুষের সংখ্যাও
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


