কলকাতা: জুলাই মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এছাড়াও গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিও এবার পূর্ণ হবে। ভোটের অঙ্ক বলছে, ৭টি আসনের মধ্যে ৬টি থাকবে তৃণমূলের। কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি যাবে বিজেপির দখলে। ২৪ জুলাই ভোট। ওইদিনই ভোট গণনা।


এবার রাজ্য়সভার ভোট: সামনেই পঞ্চায়েত ভোট। সেই ভোটের ফলাফল কী হবে তা জানা যাবে ১১ জুলাই। তার ১২ দিন বাদে ফের আরেকটি ভোটের মুখোমুখি হবে বাংলা। বাংলার ৭টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে ২৪ জুলাই। ওইদিনই ভোট গণনা হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।








কমিশনের তরফে জানানো হয়েছে ৬ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে এই আসনগুলিতে ভোট হচ্ছে। অন্য দিকে, তৃণমূলের তরফে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হবে। ২০১৭ সালের নির্বাচনে এই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী ও মানস ভুইয়াঁ পাঁচটি আসনে জিতেছিলেন। পরে ইস্তফা দেন মানস। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সকলের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।

বিধানসভার আসন অনুযায়ী, তৃণমূল পাঁচটি এবং বিজেপির একটিতে জয় কার্যত নিশ্চিত। সুতরাং ভোটাভুটি না হওয়ারই সম্ভাবনা বেশি। যদিও, তৃণমূল ও বিজেপি শেষ অবধি চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় সেদিকেই সবার নজর। এছাড়াও বিজেপি প্রথমবার কাউকে বাংলা থেকে রাজ্য়সভায় পাঠাবে। তাই তাঁরা কাকে বেছে নেন সেটাও দেখার। তৃণমূল বিদায়ী সাংসদদেরই ফের রাজ্য়সভায় পাঠায়, না কি কয়েকজন নতুন মুখেরও দেখা মিলতে পারে, এমনটা হলে, ভিন রাজ্য় থেকে কোনও প্রার্থীকে বেছে নিয়ে, তৃণমূল বিশেষ কোনও চমক দেয় কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial



আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা