Donald Trump: ট্যুইটারে ফিরে এল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট। সম্প্রতিই ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)। কয়েকদিন আগেই ট্যুইটারে একটি পোল করেছিলেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নয়া সিইও। সেখানে জানতে চাওয়া হয়েছিল ট্যুইটারে ডোনাল্ড ট্রাম্পকে ফেরানো উচিত, নাকি নয়। সেই ট্যুইটার পোলে প্রায় ১৫ মিলিয়ন ইউজার ডোনাল্ড ট্রাম্পকে এই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিয়েছিলেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ট্যুইটারে ফেরানো হয়েছে। তবে এই প্রসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এখনও ট্যুইট করেননি।


২০২১ সালের জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটালের সংঘর্ষ সম্পর্কে আপত্তিজনক ট্যুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। তৎকালীন ট্যুইটার সিইও জ্যাক ডরসি ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করেছিলেন। ট্যুইটারের নিয়ম-নীতি লঙ্ঘন করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছিল। অ্যাকাউন্ট ব্যান হওয়ার প্রায় ২ বছরের মাথায় ফের ট্যুইটারে ফিরল ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট।


ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন


আগে ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত এবং তার ভিত্তিতে নিজেদের বিভিন্ন তথ্য দিতে হত। এইসব তথ্য ভেরিফিকেশনের মাধ্যমেই ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক প্রদান করা হবে। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবর্তন হয়েছে এই ব্লু টিকের নিয়ম। এবার থেকে যেকোনও ইউজার টাকা দিয়ে ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। মাসিক ৮ ডলারের বিনিময়ে সমস্ত ইউজাররা পাবেন ব্লু টিক। মাঝে এই পরিষেবা চালু হয়েছিল। তবে আচমকাই তা বন্ধ হয়ে যায়। এবার ফের নতুন করে শুরু হচ্ছে। তবে নতুন ইউজারদের এই পরিষেবা পেতে হলে ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ট্যুইটার মাধ্যমে ৯০ দিন পূর্ণ করলে তবে একজন ইউজার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন নিতে পারবেন। ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যত প্রতিদিনই বদল হচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। এবার চালু হয়েছে এই নয়া নিয়ম।


কর্মী ছাঁটাই


ট্যুইটারের পরে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন এবং ডিজনির মতো সংস্থাও। অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছে ২০২৩ সালেও তাদের কোম্পানিতে চলবে কর্মী ছাঁটাই। ইতিমধ্যেই প্রায় ১০ হাজার কর্মী কাজ হারিয়েছেন। ডিজনিতে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বন্ধ রয়েছে নিয়োগও।


আরও পড়ুন- ১ ডিসেম্বর থেকে ফেসবুকে বড় বদল, এবার থেকে থাকবে না এই বিষয়গুলি