FB New Update: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নতুন বছর শুরু হওয়ার আগেই বদলে যাচ্ছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের এই পরিবর্তন নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন টেক সাইটে।
Facebook Update: সোশ্য়াল মিডিয়ার এই অ্যাপটি শীঘ্রই প্রোফাইল বিভাগ থেকে 'ইন্টারেস্টেড ইন' ও 'রিলিজিয়াস ভিউজ' কনট্যাক্টস অ্যান্ড বেসিক ইনফো থেকে সরিয়ে দেবে। আগামী দিনের এই পরিবর্তন সম্পর্কে ইতিমধ্যেই ফেসবুক তাদের ব্যবহারকারীদের বার্তা দিতে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ফেসবুক প্রোফাইলে এই পরিবর্তন দেখা যাবে। সাধারণত ধর্ম, রাজনৈতিক মতামত, ঠিকানা ও আগ্রহের বিষয়ের তথ্য ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টের বায়ো ও প্রোফাইল বিভাগে দেখা যায়। অনেক ব্যবহারকারী আছেন যারা এতে দেখানো তথ্য লুকিয়ে রাখেন।
Tech News: ফেসবুকে এই পরিবর্তনটি প্রথম দেখা যায় সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারার পোস্টে। ম্যাট নাভারা তার টুইটার হ্যান্ডেলে এর স্ক্রিনশট শেয়ার করেছেন। তবে এটাও স্পষ্ট যে, এই পরিবর্তনের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মিডিয়া রিপোর্ট অনুসারে, কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম ব্যবহার করা আরও সহজ করতে এই পরিবর্তন করা হচ্ছে।
Facebook Update: আপনি আপনার তথ্য ডাউনলোড করতে পারেন
আপনি চাইলে ফেসবুক থেকে আপনার এই তথ্য ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনাকে আপনার প্রোফাইলের About বিভাগে যেতে হবে। এর পরে আপনাকে মৌলিক তথ্যে যেতে হবে ও এই বিবরণগুলি ডাউনলোড করতে হবে।
Tech News: পরিবর্তনের কারণ
রিপোর্ট বলছে,, প্ল্যাটফর্মটিকে আরও সহজ করতে ফেসবুক প্রোফাইল বিভাগ থেকে এই বিবরণগুলি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও ফেসবুকে এমন অনেক খুঁটিনাটি আছে, যেগুলো পুরনো হয়ে গেছে। ইন্সটাগ্রাম (Instagram) ও টিকটক (TikTok) এর মতো নতুন প্ল্যাটফর্মে এগুলি দেখা যায় না। নতুন প্ল্যাটফর্মের বায়োটি বেশ সহজ, যেখানে ব্যবহারকারীরা তাদের তথ্যের সামান্য অংশ শেয়ার করেন। আপনাদের বলে রাখি ফেসবুকের প্রথম দিকে ব্যবহারকারীরা তাদের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করত কিন্তু এখন ব্যবহারকারীরা খুব কমই তাদের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান।