নয়া দিল্লি: একাধিক বিদেশি গাড়ির সংস্থারা ভারতে যে কেবল শো-রুম বানিয়েছে নয়, উৎপাদন করতে কারখানাও তৈরি করেছে। সেই মোতাবেক ইলন মাস্কের সংস্থা টেসলাও ভারতে কারখানা করতে পারে, এমনটা মনে করা হয়েছিল। শুধু তাই নয়, ভারতে হবেই টেসলার কারখানা। এলন নয়, এই আশ্বাস দিলেন তাঁর বাবা এরল মাস্ক। ভারতে এসে সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন তিনি।                              

যদিও বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহ দেখায়নি। বরং প্রতিষ্ঠানটি শুধুমাত্র শোরুম খোলার পরিকল্পনা করছে। সোমবার এমনই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী।  সূত্রের খবর, ভারতে ইলেক্ট্রিক গাড়ি উৎপাদন নিয়ে আলোচনা শুরু করেছিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। বিষয়টি আঁচ করে বারবার তাঁকে এই নিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ভারতে টেসলা গাড়ি উৎপাদন শুরু করলে বড় অন্যায় হবে।’

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এই নতুন প্রযুক্তির গাড়ির বাজারে ভারত প্রবেশ করতে চায়। তাই এদেশে উৎপাদনের পরিবেশ তৈরি করতে বিশ্বের অগ্রণী গাড়ি উৎপাদন সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করে কেন্দ্র। মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভিডব্লু, হুন্ডাই, কিয়ার মতো সংস্থার প্রতিনিধিরা তাতে যোগ দেন। সূত্রের খবর, প্রথম প্রথম টেসলার প্রতিনিধিরাও সে বৈঠকে যোগ দিয়েছিলেন। পরবর্তী বৈঠকগুলিতে অবশ্য তাঁদের আর দেখা যায়নি।  

সরকারের মতে, ইউরোপীয় কোম্পানিগুলো ভারতে বিনিয়োগে আগ্রহী কারণ ভারতের মতো তাদের গাড়িগুলো লেফট-হ্যান্ড ড্রাইভ। ফলে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট-হ্যান্ড ড্রাইভ গাড়ির তুলনায় তাদের রপ্তানির জন্য বেশি পরিবর্তন করতে হয় না। টেসলা ভারতে গাড়ি আমদানি করে তাদের শোরুমের মাধ্যমে বিক্রি করতে আগ্রহী বলে খবর পাওয়া গিয়েছিল। টেসলার প্রধান ইলন মাস্ক অতীতে ভারতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তিনি ভারতের উচ্চ আমদানি শুল্ককে একটি প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছিলেন।

২০২২ সালে নতুন ইভি নীতি ঘোষণার পর, যেখানে আমদানি শুল্ক ১৫ শতাংশে হ্রাস করা হয়েছে এবং উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, টেসলার ভারতে আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। তবে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টেসলা ভারতে উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র শোরুম খোলার দিকে মনোনিবেশ করছে।