সোমবার থেকে নেট দুনিয়ায় ভাইরাল ফরাসি প্রেসিডেন্টের একটি ভিডিও। ভিয়েতনামে পৌঁছনোর পর বিমানের দরজা খুলে যাবার পরও সামনে এসে পড়ে ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির একটি ব্যক্তিগত মুহূর্ত। ইমানুয়েল মাক্রোঁ ও স্ত্রী ব্রিজিৎ-এর সেই মুহূর্ত এখন নেট মাধ্যমে ভাইরাল। তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। শুরু হয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে হাসি মস্করা। ঘটনাটি কী ?
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ গত রবিবার থেকে তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। স্ত্রী ব্রিজিৎকে সঙ্গে নিয়েই ঘোরাফেরা করছেন। সোমবার সন্ধ্যায় তাঁদের বিমান ভিয়েতনামের হানোইতে নামে। বিমানবন্দরে বিমানের দরজা খুলে গেলেও বোধ হয় খেয়াল করেননি দম্পতি। দেখা যায়, ইমানুয়েল মাক্রোঁর মুখে সজোরো ধাক্কা মারলেন তাঁর স্ত্রী। মাক্রোঁ এই ধাক্কায় বেশ অপ্রস্তুত। স্ত্রী ব্রিজিৎকে ভিডিওয় দেখা যায়নি। শুরু দেখা গিয়েছে তাঁর লাল পোশাক পরা দুটি হাত। মাক্রোঁর অভিব্যক্তি তাই ক্যামেরায় ধরা পড়লেও স্ত্রীর এক্সপ্রেশন বোঝা যায়নি। তাই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি কোনও কারণে দাম্পত্য কলহ ? ইমানুয়েল মাক্রোঁকে কি থাপ্পড় মারতে চেয়েছিলেন স্ত্রী ? নাকি কোনও কারণে ঠোঁট চেপে ধরতে চেয়েছিলেন? দম্পতির ব্যক্তিগত মুহূর্ত আচমকা সবার সামনে এসে পড়ায় কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু পুরোটাই তিনি সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রী ব্রিজিৎ প্রেসিডেন্টের হাত ধরলেন না। বিমান থেকে নামার সময় মাক্রোঁ-কে তাঁর স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন কিন্তু সেই হাত ধরতে চাননি স্ত্রী।
ঘটনার নানারকম ব্যাখ্যা শুরু হয়ে যায় নেট মাধ্যমে। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট পরে বিষয়টি হাল্কা করারই চেষ্টা করেন। তাঁর ঘনিষ্ঠমহল মারফতও বিষয়টিকে লঘু করার চেষ্টা করা হয়। ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন আলিজের তরফে বোঝানোর চেষ্টা করা হয়, ও কিছু নয়, প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী সফর শুরুর আগে নিজেদের মধ্যে একটু খুনসুটি করছিলেন। এটা দুজনের একান্ত একটি মুহূর্তের অংশই। কিন্তু নেটাগরিকরা কিন্তু এই সাফাই মানতে রাজি হয়নি। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হানোইতে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, মাঝেমধ্যেই তাঁরা এমন মজা করে থাকেন, সেটাই করছিলেন। তবে এত কিছু ব্যাখ্যার পরও মানতে নারাজ অনেক নেটিজেন।