মুম্বই: ভারত সহ গোটা বিশ্বে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে ক্রোধ চেপে রাখতে পারলেন না অভিনেতা ইমরান হাশমি। চিনের ইউহান প্রদেশে জন্ম নেওয়া এই ভাইরাস ২১,০০০-এর বেশি মানুষ মেরেছে বলে অভিযোগ, আক্রান্তের সংখ্যা ৪ লাখের বেশি। ভারতেও ৭০০-র বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ১৩। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশ ২১ দিনের জন্য লকডাউন করেছে সরকার।

ক্ষোভ গোপন না করে ইমরান বলেছেন, এত কিছুর কারণ একটাই, কয়েকহাজার মাইল দূরে কোনও একজনের বাদুড়ের মাংস খাওয়ার সাধ হয়েছিল!

চিনের ইউহানের বাজারে অদ্ভুত সব মাংস বিক্রি হওয়ার কথা কারও অজানা নেই, যে সব জন্তুর মাংস সেখানে পাওয়া যায়, তার বেশিরভাগই অবশিষ্ট বিশ্ববাসীর খাদ্যতালিকায় নেই। সাপখোপ, প্যাঙ্গোলিন, বাদুড়, কাঁকড়াবিছে-কী পাওয়া যায় না সেখানে!

জীবজন্তু থেকে মানুষের শরীরে করোনা সংক্রমণের সম্ভাবনা কার্যত ছিল না কারণ যে সব জন্তু এই ভাইরাসের বাহক সেগুলি মানুষের খাদ্যতালিকায় নেই। কিন্তু যে ভাইরাসটি গোটা বিশ্বে আতঙ্ক হয়ে উঠেছে সেটি সম্ভবত ছড়িয়েছে বাদুড়ের মাংস থেকে, তারপর সামুদ্রিক খাবার ও ইউহানের জন্তুর বাজার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ।যদিও এ বিষয়ে এখনও পাকাপাকি তথ্য মেলেনি।