নয়াদিল্লি: সর্দি, কাশি, ঘুসঘুসে জ্বর হলেই করোনা সন্দেহে আর বেলেঘাটা আইডি ছুটতে হবে না। ঘরে বসেই করোনা হল কিনা জানতে মোবাইলে ডাউনলোড করুন করোনা কবচ অ্যাপ। এ ব্যাপারে যাবতীয় সংশয় দূর করতে এই অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র।


অ্যাপটি তৈরি করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নীতি আয়োগের এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আর অ্যাপল ব্যবহারকারীদের জন্য শিগগিরই আসছে এই অ্যাপের আইওএস ভার্সন। করোনা কবচ আপনাকে বুঝতে সাহায্য করবে, করোনা আক্রান্ত কারও সঙ্গে জেনে বা না জেনে আপনার সাক্ষাৎ হয়েছে কিনা। সন্দেহ সত্যি হয়েছে বুঝলে নিজে থেকে কোয়ারান্টাইনেও যেতে পারবেন। তবে যে ব্যক্তির সংসর্গে আসার ফলে আপনার করোনা সংক্রমণ হয়েছে বলে সন্দেহ, তার নাম বা পরিচয় এইঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন না আপনি।

দেখে নিন করোনা কবচের নানা খুঁটিনাটি

১. কোনও করোনা আক্রান্তের কাছাকাছি এলে আপনাকে সতর্ক করবে।

২. ব্যবহারকারীর লোকেশন বুঝে জানিয়ে দেবে সেই এলাকায় করোনাভাইরাস কতটা ছড়িয়েছে।

৩. যদি কেউ করোনা আক্রান্তের অত্যন্ত নিকটে আসেন সে ব্যাপারে নোটিফিকেশন আসবে।

এই অ্যাপের বিশেষ কিছু রং আছে যা সময়ে সময়ে বদলে যাবে। যদি রং সবুজ থাকে, তবে আপনি কখনও কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসেননি।

হলুদ হলে আপনি করোনা আক্রান্তের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন।

আর যদি লাল হয়, তবে আপনি করোনা পজিটিভ। যদি করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতাল থেকে বার হওয়ার চেষ্টা করেন, তবে সে ব্যাপারে নোটিফিকেশন যাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

ওটিপি-রেজিস্ট্রেশনের মাধ্যমেই এই করোনা কবচ অ্যাপে নিজেকে নথিবদ্ধ করা সম্ভব। নাম, ঠিকানা কিছুই শেয়ার করতে হবে না।

Click Here to get the direct link to download the Corona Kavach app