ইএনবিএ অ্যাওয়ার্ড। টেলিভিশন ও ডিজিটাল নিউজের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহ এই পুরস্কার।   Exchange4media News Broadcasting Awards (ENBA) এর মঞ্চে ২০২২ সালের কাজের জন্য  ৬৩ টি সম্মান পেল এবিপি নেটওয়ার্ক। আর সেই সঙ্গে জাতীয় মঞ্চে একাধিক সম্মান এল এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার ঝুলিতে। সারা ভারতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় বৈদ্যুতিন মাধ্যম ও ডিজিট্যাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে এই সংস্থা। খবর পরিবেশনে দ্রুততা, সত্যতা ও গুণমানে বহুবছর ধরেই দেশের মানুষের মন জিতে আসছে এবিপি নেটওয়ার্কের বিভিন্ন প্ল্যাটফর্ম। সেই ঐতিহ্যের হাত ধরেই ENBA র মঞ্চে পুরস্কৃত হল এবিপি আনন্দ চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান ও এবিপি লাইভের বিভিন্ন প্রতিবেদন। 


অসমিয়া, বাংলা ও ওড়িয়া ভাষার অনুষ্ঠানগুলির মধ্যে বেস্ট নিউজ কভারেজ (Best News Coverage) ক্যাটেগরিতে সেরা হিসেবে ইএনবিএ বেছে নিল এবিপি আনন্দ-র জনপ্রিয় শো ঘণ্টাখানেক সঙ্গে সুমন।  সোম থেকে শুক্র, সন্ধে ৮ টায় যে শো দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকে বাংলা। শুধু খবর তুলে ধরা নয়, খবরের চুল চেরা বিশ্লষণ এই অনুষ্ঠানের মূল উপজীব্য। 


এছাড়াও প্রাইম টাইমে সেরা শো ( Best Prime Time Show Eastern Region ) র সম্মান পেয়েছে - ঘণ্টাখানেক সঙ্গে সুমন। এছাড়াও Best Anchor (Eastern Region – Assamese, Bengali, Odiya)হিসেবে শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে ।






 






সেরা ব্রেকফাস্ট শো ( Best Breakfast Show ) ক্যাটেগরিতে, পূর্ব ভারতে সেরার সম্মান পেল আনন্দ সকাল। ( Eastern Region-Bengali/Odiya Winner ) - এ সেরার সম্মান পেল এবিপি আনন্দর মর্নিং শো । সকাল ৮ টায় যে শো-এর দিকে চোখ থাকে বঙ্গবাসীর।  


 






এছাড়া পূর্ব ভারতে Best Early Prime Show ক্যাটেগরিতে অসমিয়া, বাংলা ও ওড়িয়া ভাষার অনুষ্ঠানগুলির মধ্যে ( Assamese, Bengali, Odiya ) সেরার তকমা পেল এবিপি আনন্দ-র অনুষ্ঠান যুক্তি তক্কো ।






এছাড়াও Best In-depth Series for Regional Channel or Programme (Out of the box) ক্যাটেগরিতে এবিপি লাইভ বাংলার বহু প্রশংসিত প্রতিবেদন সম্মানিত হয়েছে। পুরস্কৃত হয়েছে এভারেস্টজয়ী পিয়ালী বসাকের সাক্ষাৎকার-নির্ভর একটি প্রতিবেদন।







এছাড়াও আরও একটি প্রতিবেদনের জন্য সেরার শিরোপা পেয়েছে এবিপি লাইভ বাংলা। Best Campaign for Social Cause ক্যাটেগরিতে পূর্বাঞ্চলীয় ভাষার অনুষ্ঠানগুলির মধ্যে ( Eastern Region – Assamese, Bengali, Odiya(Regional)) পুরস্কার পেয়েছে পেন হসপিটালের উপর একটি রিপোর্ট।







জাতীয় মঞ্চে এই সম্মান পেয়ে এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলা গর্বিত।