ফের অশান্ত ভূস্বর্গ। ফের গুলি - গোলার শব্দে কাঁপল উপত্যকা। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার কান্দি থানা এলাকার বীরানথুব অঞ্চলে শুরু গুলির লড়াই। সন্ত্রাসবাদীদের সঙ্গে সামরিক বাহিনীর গুলি বিনিময় চলছে। জম্মুর পুলিশ মিডিয়া সেন্টার সূত্রে খবর, এসওজি ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলছে কাল রাত থেকে। জঙ্গিদের নিকেশ করতে পৌঁছে গিয়েছে পুলিশ, সেনা এবং সিআরপিএফ। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। পাহাড়ি জঙ্গলে যাতে জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকতে না পারে, যাতে ফাঁকি দিয়ে পালাতে না পারে, তার জন্য চলছে জোরদার তল্লাশি। সূত্রের খবর, জঙ্গলে লুকিয়ে রয়েছে ২ থেকে ৩ জন সন্ত্রাসবাদী।
গোয়েন্দা তথ্যের পর এলাকা ঘেরাওসূত্রের খবর, গোয়েন্দা সূত্রে আগাম খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। খবর, এখানেই লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা। এলাকা ঘিরে চলছে তল্লাসি। চলছে গুলি। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি খতম হয়েছে কিনা জানা যায়নি। কালাকোট অঞ্চলের ব্রাভি লিঙ্ক রোডের কাছে এই জায়গাটি নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত।
সন্ত্রাসীদের ঘন জঙ্গলে লুকিয়ে থাকার সম্ভাবনাগোয়েন্দা সূত্রে খবর, এলাকায় গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিদের কাছে আছে আধুনিক অস্ত্রশস্ত্র। জঙ্গলের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে তারা। মনে করা হচ্ছে, তাদের স্থানীয় লোকজনের সাহায্য নিয়েই সেখাবে পৌঁছেছে তারা। সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, তা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় ভারী তুষারপাত হয়েছে। পুরো রাস্তাই পিচ্ছিল। তাই পাহাড়ি ঢাল বেয়ে লক্ষ্যে পৌঁছতে প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। তাই অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে, যাতে কোনও ভাবে জঙ্গিরা পালাতে না পারে। পুরো এলাকা চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। নজর রাখছে সেনা ড্রোন এবং থার্মাল ইমেজিং ডিভাইস।