দুবাই: মাত্র ৫৮ বলে ৯৯ রান করে তিনিই নাটকীয়ভাবে ম্যাচে ফেরান মুম্বই ইন্ডিয়ান্সকে। কার্যত হারতে বসা ম্যাচ রোহিত শর্মারা যে টাই করে সুপার ওভারে নিয়ে যেতে পারলেন সোমবার রাতে, সেটার নেপথ্যেও ওই অনবদ্য ইনিংস। অথচ যাঁর ব্যাট থেকে ৯৯ রানের ঝড় বেরল, সেই ঈশান কিষাণকে সুপার ওভারে ব্যাট করতে নামাল না মুম্বই ইন্ডিয়ান্স! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সুপার ওভারে মাত্র ৭ রান তুলল মুম্বই। আরসিবি সেই রান তুলে ম্যাচ জিতে নিল অনায়াসেই।


ম্যাচের পর প্রবল সমালোচনা শুরু হল রোহিতের সিদ্ধান্ত নিয়ে। অনেকেই ঈশানকে সুপার ওভারে ব্যাট করতে না দেখে বিস্ময় প্রকাশ করলেন। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলেও সেই প্রশ্নের মুখোমুখি হতে হল রোহিতকে। মুম্বই অধিনায়ক বললেন, ‘ও (ঈশান) ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। স্বস্তি পাচ্ছিল না। আমরা ভেবেছিলাম ওকে নামাতে পারব। কিন্তু ও তরতাজা ছিল না। আমরা বড় শটের জন্য হার্দিকের ওপর আস্থা রেখেছিলাম।’

যদিও তাতে প্রশ্ন ওঠা থামছে না। বলা হচ্ছে, ৫৮ বল ক্রিজে কাটিয়ে দেওয়া ঈশান মাত্র ৬ বলের জন্য মাটে নামতে পারলেন না। অনেকে বলাবলি করছেন যে, ছন্দে থাকা ঈশান নামলে ম্যাচের ফল অন্যরকম হতেও পারত।