কলকাতা: বরাহনগরের টবিন রোডে এক মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হল। নবমীর রাত থেকে নিখোঁজ থাকার পর দশমীর দিন বাড়ির কাছের পুকুরে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে। পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে তাঁর মোবাইল ফোন।
মৃতের নাম সৌরভ সেনগুপ্ত ওরফে রণ। ক্যালকাটা বয়েজ স্কুলের প্রাক্তন এই ছাত্র ইঞ্জিনিয়ারিং পড়তেন। পরিবারের দাবি, বছর তেইশের তরুণ নবমীর সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন, বলেছিলেন, ঠাকুর দেখে বন্ধুর বাড়িতে রাতে থেকে যাবেন। মায়ের কাছ থেকে এক হাজার টাকাও নিয়েছিলেন তিনি। কিন্তু মাঝরাত থেকে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। ভোরে কিছুক্ষণের জন্য ফোন সুইচড অফ হয়ে যায়।
পরে রিং হলে এক ব্যক্তি ফোনটি ধরেন। তিনি জানান, মোবাইলটি পড়ে রয়েছে বাড়ির কাছেই পুকুর পাড়ে। জিজ্ঞাসাবাদে সৌরভের বন্ধুরা দাবি করেছেন, নবমীর রাত আড়াইটে নাগাদ বাড়ির দিকে রওনা হন ওই তরুণ। বাড়ি ফেরার সেই ভিডিও তুলে রাখেন দুই বন্ধু। পরে দশমীর সকালে বাড়ির কাছের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বাড়ি ফেরার ভিডিও তোলা হল কেন, প্রশ্ন তুলেছে সৌরভের পরিবার। তাঁর সোনার চেন ও ওয়ালেট খোওয়া গিয়েছে বলেও অভিযোগ করেছে তারা। নিছক দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, ওই ছাত্রকে খুন করা হয়েছে বলে তাদের দাবি।
পুকুর থেকে উদ্ধার দেহ, বরাহনগরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2020 11:47 AM (IST)
নিছক দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, ওই ছাত্রকে খুন করা হয়েছে বলে তাদের দাবি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -