ট্রেন্ডিং

ডায়মন্ড হারবার থানার পাশে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন, বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ !

"আমি এখনও বলব উপায় আছে..." চাকরিহারাদের জন্য রাজ্যকে কোন উপায়ের বার্তা পদত্যাগী সাংসদ জহর সরকারের

আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপ I রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, নুলিয়াদের তৎপরতায় উদ্ধার

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, চাপের মুখে 'ত্রিকাল' হুইস্কি বাজার থেকে প্রত্যাহার Radico Khaitan-এর
'সাত বছর পর পরীক্ষায় বসতে পারছি না, স্বপদে সবেতনে বহাল করা হোক আমাদের', চাবি চাকরিহারাদের
সই হতে পারে নজিরবিহীন প্রতিরক্ষা চুক্তি, ভারত-আমেরিকার আজ তৃতীয় ২ প্লাস ২ বৈঠক
আলোচনার টেবিলে তাঁদের মুখোমুখি হবেন বিদেশমন্ত্রী রাজনাথ সিংহ ও প্রতিরক্ষামন্ত্রী এস জয়শঙ্কর।
Continues below advertisement

নয়াদিল্লি: আজ ভারত ও আমেরিকার মধ্যে শুরু হবে তৃতীয় দুই প্লাস দুই বৈঠক। মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন। আলোচনার টেবিলে তাঁদের মুখোমুখি হবেন বিদেশমন্ত্রী রাজনাথ সিংহ ও প্রতিরক্ষামন্ত্রী এস জয়শঙ্কর। আজ বেলা দশটা থেকে বৈঠক শুরু হওয়ার কথা।
- বৈঠকের মূল ফোকাস থাকবে সম্ভবত আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বোঝাপড়ায়।
- ২০১৭-র জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ওয়াশিংটন ডিসি যান, তখন এই দুই প্লাস দুই কাঠামোয় আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রথম আলোচনা হয় ২০১৮-র সেপ্টেম্বরে, দ্বিতীয়টি ২০১৯-এ ওয়াশিংটনে।
- আজ একটি সেনা সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হবে দুপক্ষের মধ্যে। দুদেশের সেনাবাহিনী যাতে আরও বেশি করে ভূস্থানিক তথ্য ভাগ করে নেয় তার ওপর জোর দেবে এই চুক্তি।
- এর ফলে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।
- আগামী সপ্তাহে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই এই বৈঠকের সময় নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
- লাদাখে ভারত-চিন যে অচলাবস্থা চলছে, সে কথা মাথায় রেখে এই প্রতিরক্ষা চুক্তি দিল্লির পক্ষে জরুরি।
- আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দুই মার্কিন নেতার দেখা করার কথা। তারপর তাঁরা রওনা দেবেন শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার উদ্দেশে।
- দুই প্লাস দুই আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হবে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়া, সেনার সঙ্গে সেনার কথাবার্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্যে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে