নয়াদিল্লি: এখনই আধার লিঙ্ক নিয়ে ভাবতে হচ্ছে না। আপাতত স্বস্তি পেলেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সদস্যরা Employees Provident Fund Organization (EPFO)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে UAN-এর সঙ্গে আধার (Aadhaar)নম্বর লিঙ্ক করার সময় বাড়িয়েছে EPFO। সম্প্রতি ট্যুইট করে এই খবর প্রকাশ্যে এনেছে সংগঠন।


EPFO-র নিয়ম অনুসারে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর(UAN)-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। EPFO-এর Social Security Code 2020 মেনে এই নিয়ম লাগু করেছে সংগঠন। এই নিয়ম অনুসারে প্রভিডেন্ট ফান্ডের সকল সদস্যের আধার যাচাই হওয়া আবশ্যিক। এর আগেও আধারের সঙ্গে UAN লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। সেবার ৩১ অগস্ট পর্যন্ত এই সময়সীমা দিয়েছিল সংগঠন।এবার সেই সময়সীমা বাড়ানো হল। তবে সার্কুলারে বলা হয়েছে, উত্তরপূর্ব ভারতের কিছু প্রতিষ্ঠান ও সমাজের কোনও কোনও কর্মীদের ক্ষেত্রেই এই সংযুক্তিকরণের অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই তালিকায় বিড়ি শ্রমিক, কনস্ট্রাকশন কর্মীদের ধরেছে কর্তৃপক্ষ।



আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে EPFO-র সদস্যরা UAN-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করলে সমস্যায় পড়তে হবে তাঁদের। সেই ক্ষেত্রে কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়বে না অ্যাকাউন্টে।এ ছাড়াও পরবর্তীকালে টাকা তুলতে গেলে সমস্যায় পড়তে হবে প্রভিডেন্ট ফান্ডের(Provident Fund) সদস্যদের।


কীভাবে লিঙ্ক করবেন UAN-এর সঙ্গে আধার নম্বর ?(How to link EPF account with Aadhaar)


প্রথমে সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইট epfindia.gov.in-এ লগ ইন করুন।
এখানে 'Online Services' দেখতে পাবেন আপনি। এবার 'e-KYC Portal'-এ যান। এর মধ্যে রয়েছেআধারের সঙ্গে UAN নম্বর লিঙ্ক করার সুবিধা।
এই ধাপে নিজের UAN নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে দিন।
একটা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে। 
পরবর্তী ধাপে আপনার OTP ও আধার নম্বর জমা দিন।
শেষে সাবমিটে ক্লিক করুন। এখানে ওটিপি ভেরিভিকেশনের মাধ্যমে সব দেখে নিন।
এরপর আপনার কোম্পানির কাছে Aadhaar-EPF account linking-এর জন্য বার্তা পাঠাবে EPFO। কোম্পানির থেকে যাচাই পর্বের পরেই আধারের সঙ্গে ইপিএফ অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে।  


আরও পড়ুন : Post Office Savings Account: পোস্ট অফিস যেতে হবে না, কীভাবে অনলাইনে খুলবেন সেভিংস অ্যাকাউন্ট ?


আরও পড়ুন : Home Loan Tips: না জানলে সমস্যা ! Home Loan নেওয়ার আগে মাথায় রাখুন এই পাঁচ পরামর্শ