গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন (Bhawanipur By-Poll)। এছাড়াও, ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। ভোট গণনা ৩রা অক্টোবর। রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয় কামনায় মন্দিরে পুজো দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 


নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায় জয়লাভ চেয়েছেন বলেই জানান পঞ্চায়েত মন্ত্রী । রবিবার সকালে  নলহাটেশ্বরী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নাম ও গোত্র বলে পুজো দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।  সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে আসেন তিনি। সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়,  জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। এর পর নলহাটি পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ( সি এ ডি সি) অফিসে আধিকারিক ও স্বনির্ভর দলের মহিলা দের নিয়ে  বৈঠক করেন।

আরও পড়ুন :


West Bengal News Live Updates: আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস





 মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জন্য আশীর্বাদ চাইলেন মদন মিত্র (Madan Mitra)। ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত কামারহাটির বিধায়ক। ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় গান করেন মদন মিত্র।


এদিন ছড়া কেটে মদন বলেন, “ভবানীপুর থেকে কামারহাটি, লক্ষ এবার সবার দেশের মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লি হবে এবার বাংলার ঘাঁটি। এ খেলা ভবানীপুরের খেলা নয় তাই নরেন্দ্র মোদি আর অমিত শাহ স্টার ক্যাম্পেনার থেকে নাম সরিয়ে নিয়েছে।’’