কলকাতা: অসম তার চা বাগান, ঘন অরণ্য, জীবজন্তু আর সিল্কের জন্য বিখ্যাত। তাদের লটারির খ্যাতিও দেশজোড়া। ভাগ্য পরীক্ষা করে বড় অঙ্কের টাকা জেতার জন্য লটারির বিকল্প নেই। দেশের মানুষের মধ্যে তাই লটারি কেনার আগ্রহও বাড়ছে। এই পরিস্থিতিতে তাঁদের জানা দরকার, অনলাইন ও অফলাইনে বেশ কয়েকটি বেআইনি লটারি চলে।


এক সময় এ দেশে লটারি পুরোপুরি নিষিদ্ধ ছিল। এখন সময় পাল্টেছে, সুপ্রিম কোর্ট ১৩টি রাজ্যকে আইনিভাবে লটারি ব্যবসা চালানোর সম্মতি দিয়েছে। অসমও এমন একটি রাজ্য, যেখানে লটারিতে যোগ দেওয়া আইনসম্মত। অসম সরকার এই লটারি পরিচালনা করে। অন্য যে ১২টি রাজ্যে লটারি আইনসম্মত সেগুলি হল- পশ্চিমবঙ্গ, কেরালা, মধ্য প্রদেশ, পঞ্জাব, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড ও মিজোরাম।

আজ বার হবে অসম স্টেট লটারির ফল।

রাত ৮টায় বার হবে কুইল প্লাটিনাম লটারির ফল। প্রথম পুরস্কার ১০ লাখ টাকা।

অসম লটারির তিনটি ফল রোজ প্রকাশিত হয়।

বেলা ১২টায় বার হয় অসম ফিউচার লটারির ফল।

বিকেল ৫টায় বার হয় অসম সিংহম লটারির ফল।

রাত ৮টায় বার হয় অসম কুইল লটারির ফল।

কোকরাঝাড়ের টেঙ্গাপাড়ার পিডব্লিউডি-আইবি কমপ্লেক্সে হয় অসম লটারির ড্র।  http://assamlotteries.com-তে রাত ৮টায় জানা যাবে কুইল প্লাটিনাম লটারির ফল। প্রথম পুরস্কার ১০ লাখ টাকা, টিকিটের দাম ছিল ৬ টাকা। এছাড়া অন্যান্য ক্যাটাগরির নানা পুরস্কার দেখে নিন

Assam Lottery Results: অসম কুইল প্লাটিনাম লটারি

প্রথম পুরস্কার- ১০ লাখ টাকা

দ্বিতীয় পুরস্কার- ১০,০০০ টাকা

তৃতীয় পুরস্কার-১,০০০ টাকা

চতুর্থ পুরস্কার- ৫০০ টাকা

পঞ্চম পুরস্কার- ২০০ টাকা

Assam Lottery Results: অসম সিংহম লটারি

প্রথম পুরস্কার ১৫ লাখ টাকা (১ জন)

দ্বিতীয় পুরস্কার- ২০,০০০ টাকা (১০ জন)

তৃতীয় পুরস্কার- ২,০০০ টাকা (১০ জন)

চতুর্থ পুরস্কার- ১,০০০ টাকা (১০ জন)

পঞ্চম পুরস্কার- ২৫০ টাকা (১০ জন)

অসম ফিউচার লটারি

প্রথম পুরস্কার- ১০ লাখ টাকা (১ জন)

দ্বিতীয় পুরস্কার- ১০,০০০ টাকা (১০ জন)

তৃতীয় পুরস্কার- ১,০০০ টাকা (১০ জন)

চতুর্থ পুরস্কার- ৫০০ টাকা (১০ জন)

পঞ্চম পুরস্কার- ২০০ টাকা (১০ জন)

রাজ্য অনুমোদিত বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (অসম) এই অসম লটারিকে অনুমোদন করেছে, তারাই এটি নিয়ন্ত্রণ করে। অফিসিয়াল ওয়েবসাইট http://assamlotteries.com-তে পাওয়া যাবে ক্লেম ফর্ম। সব কিছু তথ্য দিতে হবে ক্যাপিটাল লেটারে। জয়ীকে ফর্মের সঙ্গে পরিচয়পত্রও জমা দিতে হতে পারে। ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে ফর্ম।

Check Latest Updates Here: Lottery Result