DNPA Survey: কেমন লাগছে অনলাইনে খবর পরিবেশন ? আরও নিখুঁত করে তুলুন আপনারাই

Evolution Of News Consumption Patterns: লক্ষ্য, অনলাইনে খবর পরিবেশনকে আরও যথোপযুক্ত করে তোলা। সেই সঙ্গে পাঠকদের আগ্রহ অনুযায়ী খবর অনলাইনে পৌঁছে দেওয়া।

Continues below advertisement

কলকাতা: যত দিন যাচ্ছে, খবর পড়ার আঙ্গিকেও এসেছে পরিবর্তন। এখন প্রযুক্তির যুগ। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন খবরের  (Digital News) দিকে মানুষের আগ্রহ বাড়ছে। দেশ আঁকড়ে ধরছে ডিজিটাল পরিসরকে। হাতে ধরা স্মার্টফোনেই (smartphone) এখন গোটা বিশ্বের খবর পাওয়া সম্ভব। অনলাইনে কী ধরনের খবর পছন্দ করেন? অনলাইন খবর কি নিয়মিত পড়েন? সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর চোখে পড়েছে? এরকমই বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের জন্য শুরু হল এক সমীক্ষা। লক্ষ্য, অনলাইনে খবর পরিবেশনকে আরও যথোপযুক্ত করে তোলা। সেই সঙ্গে পাঠকদের আগ্রহ অনুযায়ী খবর অনলাইনে পৌঁছে দেওয়া।

Continues below advertisement

মাত্র কয়েক মিনিটের সমীক্ষায় অংশ নিতে ক্লিক করুন

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তত বাড়ছে অনলাইন খবরের ধার ও ভার। অনলাইনে খবর জানার একাধিক মাধ্যম। বিভিন্ন সংবাদমাধ্যমের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট তো আছেই, রয়েছে ফেসবুক, এক্স, কু, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মও। লিখিত ফর্ম্যাটে। ভিডিও ফর্ম্যাটে। সম্প্রতি শর্ট ভিডিওর প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। যেখানে নিমেষের মধ্যে জেনে নেওয়া যায় বিভিন্ন ঘটনার হাল হকিকত। 

মাত্র কয়েক মিনিটের সমীক্ষায় অংশ নিতে ক্লিক করুন

আমজনতার সাম্প্রতিক প্রবণতার কথা মাথায় রেখে ডিজিটাল নিউজ় পাবলিশার্স অ্যাসোসিয়েশন (DNPA) শুরু করেছে এক সমীক্ষা। যা থেকে পাঠকদের আরও ভালভাবে বোঝা সম্ভব। কোন ধরনের বিষয়ের প্রতি কাদের ঝোঁক, খবর পরিবেশনের ব্যাপারে এখনও কোথায় থেকে যাচ্ছে খামতি, নেটিজেনরা আর কী চাইছেন, সে সবই আরও নিখুঁতভাবে বুঝতে সাহায্য় করবে এই সমীক্ষা।

মাত্র কয়েক মিনিটের সমীক্ষায় অংশ নিতে ক্লিক করুন


বদলাচ্ছে অনলাইনে খবর সংগ্রহের ধরন

আগে খবর সংগ্রহ মানেই ছিল মূলত পড়া। দৈনিক সংবাদপত্রে এবং পত্রিকায় তথ্যনির্ভর খবর ও প্রতিবেদনের ওপর নির্ভর করে থাকতেন পাঠকেরা। তবে ইন্টারনেট আসার পর এবং অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন চলে আসার পর খবর সংগ্রহের ধরনেও এসেছে বড়সড় পরিবর্তন। এখন শুধু তথ্যনির্ভর খবরের প্রতিই যে মানুষের ঝোঁক রয়েছে তাই নয়, সেই সঙ্গে প্রাধান্য পাচ্ছে সহজপাচ্য খবর। যাতে পাঠককে বেশি ভাবতে না হয়। সহজেই যাতে খবর মানুষের মন ছুঁয়ে যায়। যে কারণে এখন শর্ট ভিডিওর রমরমার যুগ।



মাত্র কয়েক মিনিটের সমীক্ষায় অংশ নিতে ক্লিক করুন

খবর সংগ্রহের অভ্যাসে প্রভাব

শর্ট ভিডিও যে শুধু খবর পরিবেশনের রাস্তাই পাল্টে দিয়েছে তা নয়, মানুষের খবর জানার অভ্যাসেও ঘটিয়েছে বৈপ্লবিক পরিবর্তন। এখন মানুষ পছন্দ করছেন সংক্ষিপ্ত খবর। দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যেও যা থেকে সব খবর নিয়ে ওয়াকিবহাল থাকা যায়। এবং সেই কারণেই খবর সংগ্রহের জন্য বেড়েছে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব। সোশ্যাল মিডিয়ায় এখন শর্ট ভিডিওর ভিড়। মানুষও তা পছন্দ করছেন।



মাত্র কয়েক মিনিটের সমীক্ষায় অংশ নিতে ক্লিক করুন

মানুষের পছন্দ-অপছন্দের হদিশ পেতে তৎপর ডিএনপিএ

খবর সংগ্রহের ধরনে পরিবর্তন আরও ভালভাবে উপলব্ধি করতেই ডিজিটাল নিউজ় পাবলিশার্স অ্যাসোসিয়েশন (DNPA) শুরু করেছে এই সমীক্ষা। যেখানে তথ্য সংগ্রহ করা হচ্ছে সরাসরি নেটিজেনদের থেকেই। অনলাইনে খবর পরিবেশনকে আরও নিখুঁত করে তোলা ও পাঠকদের আগ্রহ অনুযায়ী খবর অনলাইনে পৌঁছে দেওয়াই এই সমীক্ষার উদ্দেশ্য। যাতে ডিজিটাল খবরের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আরও ভালভাবে পাঠক ও দর্শকদের আগ্রহ নিবারণ করা সম্ভব হয়।


Continues below advertisement
Sponsored Links by Taboola