জয়পুর: মেয়াদ ফুরোনোর পর প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সরকারি বাংলো দখলে রাখতে পারবেন না। মেয়াদ ফুরোলে তাঁদের সরকারি থাকার জায়গা থেকে সরে যেতে হবে। বুধবার এক মামলার রায়ে জানাল রাজস্থান হাইকোর্ট। ‘মিনিস্টার’স স্যালারিজ অ্যাক্ট, ১৯৫৬’ আইনের সংশোধনীকে ‘অসাংবিধানিক’ বলল উচ্চ আদালত। এই আইন অনুসারে, ৫ বছর সরকারের নেতৃত্বে ছিলেন, এমন মুখ্যমন্ত্রীরা পরবর্তীকালেও নিখরচায় সরকারি বাংলো, ব্যক্তিগত সচিব, স্টেনোগ্রাফার, গ্রেড ওয়ান স্টাফ, ড্রাইভার,৩ জন গ্রেড ৪ স্টাফ পাবেন। এই সংশোধধিত আইন বসুন্ধরা রাজে সরকারের আমলে পাশ হয়। ওই আমলে পাঁচ বছরের কম সরকারে ছিলেন এমন মুখ্যমন্ত্রীদেরও ওই সুবিধাগুলি দেওয়া হয়। বুধবার রাজস্থান হাইকোর্টের রায় বেরোনোর পর আইনজীবি বিমল চৌধুরি বলেন,  আদালতের নির্দেশ মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো ছেড়ে দেওয়া উচিত। গতবছর বিজেপির এক বিদ্রোহী নেতা, ক্ষমতায় না থাকাকালীন বসুন্ধরা রাজের সরকারি বাসভবন ব্যবহারের প্রতিবাদ জানান। ঘনশ্যাম তিওয়ারি নামের ওই নেতা অভিযোগ করেন, ওই বিল আদতে রাজ্যে সামন্ততন্ত্রের বীজবপন করার প্রয়াস।