ভিন জাতে বিয়ে, ৮ বছর পর বোনকে 'পিটিয়ে মারল' ভাই
Web Desk, ABP Ananda | 04 Sep 2019 03:10 PM (IST)
মাঠে কাজ করতে যাওয়ার সময় ব্যাটের আঘাতে অঞ্জুকে 'পিটিয়ে মারল' তাঁরই তুতো ভাই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত পরিবারের 'সম্মান রক্ষার্থে'ই এই হত্যা অর্থাৎ অনার কিলিং।
রায়বরেলি: ৮ বছর আগে ভালবেসে গ্রামেরই এক ছেলেকে বিয়ে করেছিলেন ইচ্ছাপুর গড়হি গ্রামের অঞ্জু। কিন্তু ছেলেটি ছিল ভিন জাতের। মেয়েটির বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নেয়নি। সম্ভবত সেই কারণেই গ্রাম ছাড়েন তাঁরা। গতবছর ফের গ্রামে ফিরেছিলেন যুগলে। সম্ভবত তাঁরা ভেবেছিলেন, আর কোনও সমস্যা হবে না। ভুল প্রমাণিত হলেন তাঁরা। সোমবার মাঠে কাজ করতে যাওয়ার সময় ব্যাটের আঘাতে অঞ্জুকে 'পিটিয়ে মারল' তাঁরই তুতো ভাই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত পরিবারের 'সম্মান রক্ষার্থে'ই এই হত্যা অর্থাৎ অনার কিলিং। অভিযুক্ত পঙ্কজকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত কি না, হত্যার কারণ সত্যিই কি অনার কিলিং? খতিয়ে দেখা হচ্ছে।