নয়া দিল্লি: সদ্য ওয়েনাড থেকে নির্বাচিত হয়ে সংসদে যোগদান করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। সেখানে এবার প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিলেন ব্যাগকে। কখনও মোদি-আদানি, কখনও আবার প্যালেস্তাইন। সনিয়া-কন্যার ব্যাগই এখন জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। 


বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে যখন দেশ উত্তাল সেইসময় সংসদে প্রিয়ঙ্কা গান্ধীকে দেখা যায় 'প্যালেস্টাইন' লেখা ব্যাগ নিয়ে প্রবেশ করছেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় ওঠে জোর শোরগোল। তবে প্রিয়ঙ্কার এই কাজকে 'কুর্নিশ' জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর। চৌধরি ফওয়াদ হুসেন বলেছেন, প্রিয়ঙ্কা যে সাহস সংসদে দেখাতে পেরেছেন, পাকিস্তানের সাংসদেরা যে সাহস দেখাতে পারেননি। 


তবে শুধু প্রিয়ঙ্কা প্রসঙ্গ নয়, পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর মুখে উঠে আসে জওহরলাল নেহেরুর প্রসঙ্গও। তিনি এও বলেন, 'জওহরলাল নেহরুর মতো সুউচ্চ স্বাধীনতা সংগ্রামীর দৌহিত্রীর কাছ থেকে আমরা কী আশা করতে পারি? প্রিয়ঙ্কা গান্ধী সাহস নিয়ে দাঁড়িয়েছেন। লজ্জার বিষয় এই যে, এখনও পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টের কোনও সদস্যের এই সাহস হয়নি।'


প্রিয়ঙ্কার এই ব্যাগ নিয়ে বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস মুখপাত্র সামা মোহামেদ। কংগ্রেস মুখপাত্র সামা মোহামেদ লিখেছেন, প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে গিয়ে প্যালেস্টাইনের মানুষের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। উনি স্পষ্ট বলতে চেয়েছেন কেউ জেনেভা কনভেনশনের সিদ্ধান্ত ভঙ্গ করতে পারবে না।


ইজরায়েল সেনা গাজা দখলের অভিযান শুরু করতেই বিতর্ক শুরু হয়েছিল। এরই মধ্যে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সোমবার সংসদে ঢোকেন ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে। যা দেখে বিজেপি সাংসদেরা অভিযোগ তোলেন যে, প্রিয়ঙ্কা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন। এর আগেও ইজরায়েলি হামলা নিয়ে সুর চড়িয়েছিলেন প্রিয়ঙ্কা। অন্যদিকে, সংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়েনডের সাংসদ বলেন, সরকারের উচিত বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ করা। কেন্দ্রের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা ও  সমস্যার সমাধান করা ।                                                                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে