করুণাময় সিংহ, মালদা: রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর মধ্যে ১১ বছর ধরে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুঠ করেছেন রেশন ডিলার। মালদার কালিয়াচকের বাবুর বোনা এলাকায় এমনই অভিযোগ উঠল রেশন ডিলার সইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। 


গ্রামবাসীদের অভিযোগ, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এভাবেই কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে ফেলেছেন রেশন ডিলার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। 


বিজেপির কটাক্ষ, রেশন দুর্নীতি চক্রে জড়িত খাদ্য দফতরের আধিকারিকদের একাংশ। দুর্নীতি প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূলের। মালদার জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। খাদ্য সরবরাহ দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।                                                                               


কিছুদিন আগে এই মালদায় ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতির রেশন ডিলারশিপ সাসপেন্ড করেছিল খাদ্য দফতর। একইসঙ্গে তাঁকে প্রায় আট কোটি টাকা জরিমানাও করা হয়েছিল। যদিও নিজেকে নির্দোষ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই রেশন ডিলার।  


আরও পড়ুন, সংখ্যালঘু-মন্তব্যে কোণঠাসা ফিরহাদ! সত্যিই কী বলতে চেয়েছেন? ঘনিষ্ঠমহলে যা বলছেন তিনি...


অন্যদিকে, বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামে ওই ব্যক্তিকে গতকাল বসিরহাট থেকে পাকড়াও করা হয়। 


অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয় পত্র, জাল পাসপোর্ট, নথি তৈরি করে দিত একটি চক্র। ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য় মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্য়ক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে