ওয়াশিংটন: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের (Ex US President) এস্টেটে (Estate) তল্লাশি (Search) অভিযান এফবিআইয়ের (FBI)। সংবাদসংস্থা এপি-র দাবি, জো বাইডেনের পূর্বসুরি, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মার-এ-লাগো এস্টেটে সোমবার তল্লাশি চালায় মার্কিন তদন্তকারী সংস্থা। শোনা যাচ্ছে, সেখানকার একটি সিন্দুকও (Safe) ভেঙে ফেলা হয়। কেন? সূত্রের খবর, হোয়াইট হাউস ছাড়ার সময় প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট কোনও গোপন নথি (classified document) নিয়ে গিয়েছিলেন কিনা, জানতে চায় এফবিআই। অতঃপর ফ্লোরিডায় (florida) তাঁর ওই এস্টেটে তল্লাশি অভিযান। 


ক্ষুব্ধ ট্রাম্প...
হঠাৎ তল্লাশিতে মার্কিন ধনকুবের যে মোটেও খুশি নন, সেটা তাঁর বিবৃতিতেই স্পষ্ট। সংবাদসংস্থা এপি-র দাবি ট্রাম্প বলেছেন,'সমস্ত সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছি। কাজ করেছি। তার পর আমার বাড়িতে এই হঠাৎ অভিযানের কোনও প্রয়োজন ছিল না।'এর পরই সংযোজন, 'আমাদের দেশের পক্ষে এক অন্ধকার সময়। ফ্লোরিডার পাম বিচে আমার এত সুন্দর বাড়ি, মার-এ-লাগো এখন কার্যত অন্যদের দখলে। অভিযান চলছে। বিপুল সংখ্যক এফবিআই এজেন্ট হাজির এখানে। আমেরিকার কোনও প্রেসিডেন্টের সঙ্গে আগে এমন হয়নি।'


প্রেক্ষাপট...
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশের পর নিজের হার দীর্ঘ দিন মানতে চাননি রিপাবলিকান নেতা। ক্ষমতা হস্তান্তর নিয়ে সেই টালমাটালের সময়ই বেনজির হামলার ঘটনা ঘটে মার্কিন ক্যাপিটলে। সেটা ২০২১-র জানুয়ারি। তার পর অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় মেনে নেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ঠিক হয়, ২০ জানুয়ারি থেকে কাজ শুরু করবে নতুন প্রশাসন। কিন্তু যে ভাবে জানুয়ারির গোড়ায় জো বাইডেনের (Joe Biden) শপথগ্রহণের আগে আমেরিকার রাজধানী ওয়াশিংটন রণক্ষেত্র হয়ে উঠেছিল তা ভাবলে এখনও বিশ্বাস করতে পারেন না অনেকে। সে সময় সংসদে ঢুকে হাঙ্গামা চালানোর অভিযোগ ওঠে ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে। সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয় কার্ফু। ঘটনার তীব্র সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার (America) ইতিহাসে সেই ঘটনাও নজিরবিহীন ছিল। নিরাপত্তার বজ্রআঁটুনি ভেদ করে ক্যাপিটল বিল্ডিংয়ে (Capitol Building) ঢুকে পড়েছিলেন ট্রাম্প (Donald Trump) সমর্থকরা। হাতে তাক করা পিস্তল, ভেতরে আতঙ্ক। তুমুল হৈ হট্টগোলে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করেন সেনেটররা। সেই নজিরবিহীন ছবির মতোই সোমবারের এফবিআই-অভিযানকেও বেনজির বলছেন অনেকে।


আরও পড়ুন:পূর্বাভাস গভীর নিম্নচাপের, কলকাতায় কখন বৃষ্টি?