সন্দীপ সরকার, কলকাতা: বাংলা থেকে প্রতিভাবান স্পিনার তুলে আনার জন্য নতুন করে উদ্যোগী হল সিএবি (CAB)। আর এ ব্যাপারে এমন কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, যিনি নিজে শুধু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তাই নয়, যিনি আধুনিক কোচিংয়ের সঙ্গেও সড়গড়।


সিএবি সূত্রে খবর, বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন স্পিনার বেঙ্কটপতি রাজু (Venkatapathy Raju)। শোনা যাচ্ছে, বাঁহাতি স্পিনার রাজুকে স্পিন বোলারদের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করতে পারে সিএবি।


একটা সময় ভিশন ২০২০ প্রকল্পে বাংলার স্পিনারদের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। কিন্তু মুরলীধরনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে স্পিনারদের তৈরি করার কাজ যেন কিছুটা থমকে ছিল। মাঝের সময়ে বাংলা পেয়েছে এক ঝাঁক ভালমানের পেসার। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুমে কোনও ট্রফি না পেলেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছে বাংলা। যার নেপথ্যে রয়েছে ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারদের পেসের দাপট। কিন্তু সেই তুলনায় স্পিনাররা খুব একটা ভরসাযোগ্য হয়ে উঠতে পারছেন না বলে বাংলা ক্রিকেটের কর্মকর্তারা কিছুটা চিন্তিত। সিএবি-র একাংশের আক্ষেপ, পিচ থেকে মদত পেলে একা ৭-৮ উইকেট তুলে বিপক্ষকে ধ্বংস করে দেওয়ার মতো স্পিনার বাংলার হাতে নেই। যাঁরা আছেন, তাঁদের বেশিরভাগই স্পিনার-অলরাউন্ডার। তাই স্পিনারদের নিয়ে ফের নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে সিএবি। আর এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।


শোনা যাচ্ছে, বাংলার স্পিনারদের প্রশিক্ষক হিসাবে ভিন রাজ্য থেকে কোনও প্রাক্তন স্পিনারকে আনতে পারে সিএবি। বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা চলছিল। কয়েক মরসুম আগে সাইরাজ বাহুতুলে বাংলাকে কোচিং করিয়ে গিয়েছেন। তাঁর নাম আলোচনায় থাকলেও বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। বোর্ডের চুক্তি ভেঙে তিনি বেরিয়ে আসবেন, সেই সম্ভাবনা নেই। একটা সময় শোনা যাচ্ছিল, হরভজন সিংহকে নিয়েও আগ্রহী সিএবি। কিন্তু ভাজ্জি ক্রিকেট ধারাভাষ্যকার হিসাবে কর্মরত। ব্যস্ত সূচির মধ্যে তিনি কতটা সময় দিতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। নরেন্দ্র হিরওয়ানির মতো নামও বাংলার স্পিন বোলিং কোচ হিসাবে ঘোরাফেরা করছিল।


তবে বিশ্বস্ত সূত্রের খবর, দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন রাজু। বাঁহাতি স্পিনার নিজে সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। একটা সময় অনিল কুম্বলে ও রাজেশ চৌহানের সঙ্গে রাজু, এই স্পিন ত্রয়ী প্রতিপক্ষের অগ্নিপরীক্ষা নিত। রাজু কোচিংয়েও বেশ পরিচিত নাম। ঘরোয়া ক্রিকেটে ওড়িশাকে কোচিং করিয়েছেন। পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড ও ওমানের সঙ্গেও স্পিন বোলিং কোচ হিসাবে যুক্ত ছিলেন। ভারতের জাতীয় নির্বাচক হিসাবেও কাজ করেছেন। মহেন্দ্র সিংহ ধোনিকে জাতীয় দলে প্রথম সুযোগ দিয়েছিল যে নির্বাচক কমিটি, তার অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার।


বলা হচ্ছে, নির্বাচক থাকায় তিনি উঠতি ক্রিকেটারদের প্রতিভা জরিপ করার কাজটা জানেন। পাশাপাশি কোচ হিসাবেও রাজুর কাজ সর্বস্তরে প্রশংসিত হয়েছে। তাই রাজুকেই বাংলার স্পিনারদের অভিভাবক করে আনতে চায় সিএবি। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সারা হয়ে গিয়েছে। সেই সঙ্গে বাংলার উঠতি পেসারদের তালিম দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে অশোক দিন্দাকে। যে খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ।


সব কিছু ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মধ্যেই রাজুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিতে পারে সিএবি।


আরও পড়ুন: এশিয়া কাপের দলে ফিরলেন কোহলি, রাহুল, সুযোগ পেলেন না শামি-কুলদীপ