নয়াদিল্লি: ফিটিংস স্যুট, সঙ্গে টাই- আর চোখে সানগ্লাস। এমনই অবতারে দেখা মিলল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পাশে দাঁড়িয়ে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন। বৈঠকের পরে নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছিলেন বিদেশমন্ত্রী। সেটাই নিমেষে হয়ে গেল ভাইরাল। অসংখ্য অনুরাগী বিভিন্ন স্তুতিবাক্যে ভাসিয়ে দিলেন ট্যুইটার।
কোথাও হলিউড তারকার সঙ্গে তুলনা করা হয়েছে তাঁকে। কোথাও আবার বিখ্যাত সায়েন্স ফিকশন ফিল্মের প্রধান চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কমেন্ট বক্স ভরেছে এমনই নানা মন্তব্যে।
আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম