বীরভূম: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বীরভূমের রামপুরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে মারার জেরে স্থানীয় এক সিপিএম নেতার বাড়ি ভাঙচুর করা হল। আগুন দেওয়া হয়েছে খড়ের গাদায়। অভিযুক্ত তৃণমূল।
মৃতের নাম মধুসূদন ঘোষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকারই এক মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গতকাল তাঁকে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা। ছেলের সামনেই শুরু হয় মারধর। অভিযোগ, মারের চোটে বছর চল্লিশের ওই ব্যক্তির মৃত্যু হয়। এতে ২ জনকে আটক করেছে পুলিশ।
যদিও তৃণমূল প্রধানের দাবি, রাজনৈতিক কারণে এই খুন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন, এলাকায় দলের হয়ে জনসংযোগের কাজ করতেন তিনি, তাই তাঁকে খুন করেছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর স্থানীয় সিপিএম নেতা সুখেন সিংহের বাড়িতে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ, তাঁর খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রামপুরহাট থানার পুলিশ।
রামপুরহাটে গণধোলাইয়ে মৃত ১, মৃতকে দলীয় কর্মী দাবি করে সিপিএম নেতার বাড়ি ভাঙচুর, আগুন, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 11:30 AM (IST)
তৃণমূল প্রধানের দাবি, রাজনৈতিক কারণে এই খুন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -