দুবাই: ফর্মে ফিরেই এবার আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য় মনোনীত হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই প্রথমবার তিনি আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত হলেন। তাঁর সঙ্গে মহিলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ২ ভারতীয় জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। এরমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন দীপ্তি ও জেমিমা। ২ জনেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
অক্টোবর মাসের জন্য এই তিন ক্রিকেটারের নাম মনোনীত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক ইনিংস খেলে বিরাট একাই ম্যাচ জিতিয়েছেন ভারতকে। অন্যদিক এশিয়া কাপে সর্বাধিক রানের মালকিন হয়েছিলেন জেমিমা রডরিগেজ। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলে দীপ্তি শর্মা।
টেস্ট হোক বা ওয়ান ডে বা টি-টোয়েন্টি, অ্যাডিলেডে সবসময়ই জ্বলে উঠে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। কোহলির প্রিয় অ্যাডিলেডেই বুধবার বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) নেমেছিল ভারতীয় দল। পয়মন্ত মাঠে নিরাশ করলেন না 'কিংগ কোহলি'। ব্যাট হাতে ফের একবার এক অনবদ্য অর্ধশতরান করলেন কোহলি। ৪৪ বলে আটটি চার ও একটি ছক্কার সহায়তায় ৬৪ রান করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
কোহলির মতামত
নিজের অ্যাডিলেডপ্রীতির বিষয়ে ম্যাচ শেষে অকপট কোহলি। কোনওরকম রাখঢাক না করেই কোহলি জানিয়ে দেন অ্যাডিলেডে খেলাটা তাঁর অনেকেটা নিজের ঘরের মাঠে খেলার মতোই মনে হয়। তিনি বলেন, 'অস্ট্রেলিয়া বিশ্বকাপ হতে জানতে পারার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি এখানে অতীতেও বহুবার খেলেছি, তাই সেই অভিজ্ঞতা থেকে জানি যে এখানে ভাল শট খেলল তার মূল্য পাওয়া যায়। এই মাঠে (অ্যাডিলেড) খেলাটা আমরা ভীষণ পছন্দের। নেটে নামা থেকে শুরু করে মাঠে আসা পর্যন্ত, সবটাই আমায় নিজের ঘরে খেলার অনুভূতি করায়। এমসিজির ইনিংসটা হওয়ারই ছিল। তবে এখানে আসা মাত্রই আমি জানি যে এখানে খেলাটা আমি উপভোগ করব।'
তবে ম্য়াচ জিতলেও কোহলির মতে এই ম্যাচটায় ভারতীয় দল একটু বেশিই চাপে পড়ে গিয়েছিল। 'ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সত্যি বলতে একটু বেশিই চাপ হয়ে গিয়েছিল। আজও ব্যাট হাতে বেশ ভালই দিনটা কাটল। ইনিংসের শুরুতে যখন ব্যাটে নামি, তখন বেশ চাপ ছিল। তবে আমি ভাল ছন্দেই রয়েছি এবং একটু দেখেশুনে সেট হওয়াটাই আমার প্রধান লক্ষ্য ছিল। অতীতের সঙ্গে তুলনা টানতে চাই না। তবে আমি এখন বেশ ভাল ছন্দেই রয়েছি।' দাবি কোহলির।