নয়াদিল্লি: বাংলায় কংগ্রেসের হাত ধরার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর থেকে একাধিক বার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। সেই নিয়ে কংগ্রেসের অনেকে ক্ষোভ উগরে দিলেও, মমতার প্রতি নরম অবস্থানই বজায় রাখলেন রাহুল। জানালেন, মমতা এখনও I.N.D.I.A জোটেরই অংশ। (Rahul Gandhi)
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। আসন্ন লোকসভা নির্বাচনে মমতা যে 'একলা চলো' নীতি নিয়ে চলছেন, সেই নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে রাহুল বলনে, "মমতাজি I.N.D.I.A জোটেরই অংশ। I.N.D.I.A জোটে অংশ নিয়েছিলেন তাঁরা, তাঁরা এখনও জোটেই রয়েছেন। নীতীশ কুমার জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। বিজেপি-তে যোগ দিয়েছেন উনি। কেন উনি ছেড়ে গেলেন, তা আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে। বিহারেও I.N.D.I.A জোট হিসেবই লড়ব আমরা।" (Rahul on Mamata)
আরও পড়ুন: মধ্যপ্রদেশে বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ, আগুনে ভস্মীভূত ৫০টি বাড়ি, কেঁপে উঠল পাশের জেলাও
আসন সমঝোতা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত বলে এর আগে জানিয়েছিল তৃণমূল। কিন্তু এদিন রাহুল বলেন, "আসন সমঝোতা চলছে। এখনও আলোচনা চলছে আমাদের মধ্যে। এই ধরনের মতভেদ হতেই থাকে। এটাই স্বাভাবিক।" যদিও তৃণমূলের দাবি, অন্যায্য দাবি করছে কংগ্রেস। রাজ্যে দলের যা অবস্থা, সেই নিরিখে কংগ্রেস অনেক বেশি সংখ্যক আসন চাইছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের।
এখনও পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা না হলেও, লোকসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে তৎপরতা চরমে। কিন্তু বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরো ডামাডোল চলছেই। জোটের অন্যতম হোতা নীতীশ কুমার সম্প্রতি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আবারও বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের হাত ধরেছেন তিনি। সেই আবহেই কংগ্রেসের সঙ্গ ছেড়ে বাংলায় একা লড়াইয়ের বার্তা দেন মমতা। যদিও কংগ্রেসের দাবি, তৃণমূল এবং কংগ্রেস, দুই দলের একই লক্ষ্য, যেনতেন প্রকারে বিজেপি-কে হারানো। তাই লক্ষ্য যখন এক, একসঙ্গে পথ চলাই কাম্য।