দুর্গাপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরের এক বেসরকারি কারখানার জেনারেল ম্যানেজার রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছেন দুর্গাপুর থেকে। গতকাল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি শপিং মলে দাড়ি কামাতে যান তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ মিলছে না।


নিখোঁজ ওই ব্যক্তির নাম রাজেশ জৈন। দুর্গাপুরের গাঁধী মোড়ের একটি বহুতল আবাসনের বাসিন্দা রাজেশ গতকাল দুপুরে সিটি সেন্টার এলাকার একটি শপিং মলের সালোঁয় দাড়ি কামাতে যান। তাঁর স্ত্রীর দাবি, তাঁদের গাড়ি সার্ভিসিংয়ে ছিল ফলে রাজেশ যান অটোতে। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। সুইচড অফ তাঁর মোবাইলও। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, রাজেশের ফোন থেকে একবার তাঁকে ফোন করে কিডন্যাপাররা, বলে, তিনি তাদের হেফাজতে রয়েছেন। কিন্তু তারা মুক্তিপণ চাইছিল কিনা তিনি বুঝতে পারেননি, তারা বাংলায় কথা বলছিল, তিনি বাংলা ভাল বোঝেন না।

গতকাল সন্ধেয় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ ওই শপিং মলের সালোঁয় গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। তারা জানতে পেরেছে, বেলা ২টো ২০ নাগাদ রাজেশ ওই সালোঁয় আসেন, ৩টে নাগাদ ওখান থেকে বেরিয়ে হেঁটে অটো স্ট্যান্ডে যান। তারপর অটো ধরে যান সিটি সেন্টার বাস স্ট্যান্ডের দিকে। কিন্তু কথা হল, তাঁর বাড়ি বাস স্ট্যান্ডের দিকে নয়, বরং পুরো উল্টোদিকে। অর্থাৎ তাঁর নিজের ইচ্ছেয় কোথাও যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যে অটোয় রাজেশ উঠেছিলেন, তার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির লোককে, খতিয়ে দেখা হচ্ছে রাজেশের কল ডিটেল। মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তাঁর খোঁজ চলছে।